6000mAh ব্যাটারি সহ Samsung Galaxy M32 সহ ভারতে লঞ্চ, দাম 15,000 টাকার কম

6000mAh ব্যাটারি সহ Samsung Galaxy M32 সহ ভারতে লঞ্চ, দাম 15,000 টাকার কম
HIGHLIGHTS

Samsung Galaxy M32 ফোনের সেল 28 জুন থেকে শুরু হবে

Samsung Galaxy M32 ফোনের প্রতিযোগিতা Redmi Note 10S, POCO M3 Pro 5G, Realme 8 5G মতো স্মার্টফোনের সঙ্গে হবে

Samsung Galaxy M32 ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 14,999 টাকা রাখা হয়েছে

দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা সংস্থা Samsung শেষ পর্যন্ত তার পরবর্তী প্রজন্মের Galaxy M32 স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ করে দিয়েছে। এই ফোন দুর্দান্ত ফিচার সহ বাজারে আনা হয়েছে। ফোনে 6.4 ইঞ্চি স্ক্রিন, 6000mAh ব্যাটারি, 64 মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা মতো ফিচার রয়েছে। ফোনের দাম 14,999 টাকা থেকে শুরু হচ্ছে। ভারতীয় বাজারে এই ফোনের প্রতিযোগিতা Redmi Note 10S, POCO M3 Pro 5G, Realme 8 5G মতো স্মার্টফোনের সঙ্গে হবে। তবে আসুন জেনে নেওয়া যাক Samsung Galaxy M32 ফোনের দাম, প্রাপ্যতা, ফিচার এবং অফার্স।

Samsung Galaxy M32 ফোনের দাম এবং বিক্রি:

Samsung Galaxy M32 ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 14,999 টাকা রাখা হয়েছে। এছাড়া ফোনের 6GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট 16,999 টাকায় বিক্রি করা হচ্ছে। ই-কমার্স ওয়েবসাইট Amaon  থেকে এই ফোন কেনা যাবে। ফোনটি কালো, সাদা এবং নীল রঙে উপলব্ধ করা হয়েছে। Samsung Galaxy M32 ফোনের সেল 28 জুন থেকে শুরু হবে। লঞ্চ অফারের আওতায় ICICI ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ড থেকে পেমেন্ট করলে 1,250 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে।

Samsung Galaxy M32 এর ফিচার্স:

Galaxy M32 ফোনের 6.4-ইঞ্চি ফুল HD+ ইনফিনিটি-U AMOLED ডিসপ্লে রয়েছে যার পিক্সেল রেজোলিউশন 2400 x 1080। ফোনের রিফ্রেশ রেট 90Hz দেওয়া। এর ব্রাইটনেস 800 নিট। ফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখতে এতে গরিলা গ্লাস 5 দেওয়া হয়েছে। এই ফোন অক্টা-কোর মিডিয়াটেক হেলিও G80 প্রসেসরের সাথে আসে। ফোনে 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোন OneUI ভিত্তিক Android 11-এ কাজ করে। ফোনে পাওয়ার দিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 25W ফাস্ট চার্জিং ফিচার সহ বাজারে আনা হয়েছে।

কোয়াড রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে Samsung Galaxy M32 ফোনে। ফোনের প্রাইমারি লেন্স 64 মেগাপিক্সেল। দ্বিতীয়টি 8-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর। তৃতীয়টি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শ্যুটার। চতুর্থ 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনে একটি 20-মেগাপিক্সেলের সেলফি সেন্সর দেওয়া হয়েছে। এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। কানেক্টিভিটির জন্য, ফোনে ডুয়াল সিম সমর্থন, 4G VoLTE, ওয়াই ফাই 802.11 b/g/n/ac, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo