ওপেন সেলে SAMSUNG GALAXY M30 এসেগেল

HIGHLIGHTS

এটি একটি ট্রিপেল ক্যামেরা যুক্ত ফোন

ফোনটির প্রাথমিক দাম 14,990 টাকা

ওপেন সেলে SAMSUNG GALAXY M30 এসেগেল

স্যামসাং তাদের Galaxy M সিরিজের ফোন Galaxy M10, M20 আর M30 লঞ্চ করেছে আর এই ফোন গুলি এর মধ্যে অনেক বার সেলে এসেছে। আর এবার এই ফোনের মধ্যে Samsung Galaxy M30 ফোনটি ওপেন সেলে চলে এসেছে। আপনারা এই ফোনটি যদি এত দিন ফ্ল্যাশ সেলে কিনতে না পারেন তবে আপনারা এই ফোনটি এবার ওপেন সেলে কিনতে পারবেন। অ্যামাজন ইন্ডিয়াতে এই ফোনটি কেনা যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

SAMSUNG GALAXY M30 ফোনের দাম

Samsung Galaxy M30 ফোনটির বেস মডেল 4GB র‍্যামের সঙ্গে 64GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে আর এই ফোনের দাম 14,990 টাকা। আর এই ফোনের হাই ভেরিয়েন্টটি 6GB র‍্যাম আর 128GB স্টোরেজে আপনারা 17,990 টাকায় কিনতে পারবেন।

Samsung Galaxy M30  ফোনটি নো কস্ট EMI তে কেনা যাবে। আর এইফ ফোনটি জিও সিমের সঙ্গে কিনলে ডাবাল ডাটা পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে আছে 1199 টাকার  Total Damage Protection প্ল্যান।

SAMSUNG GALAXY M30 ফোনটির স্পেসিফিকেশান

Samsung Galaxy M30 ফোনে আপনারা 6.4 ইঞ্চির ফুল HD+ Super AMOLED ডিসপ্লে পাবেন। আর এর সঙ্গে এই ফোনে ইনফিনিটি U নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে Exynos 7904 octa-core SoC আছে। আর এই ফোনটি 15w ফাস্ট চার্জার যুক্ত। আর এই ফোনে সিকিউরিটি ফিচারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর ফেস আনলক দেওয়া হয়েছে। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করা যায়।

ফোনটির ব্যাক সাইডে 13মেগাপিক্সাল আর দুটি 5 মেগাপিক্সালের সেন্সার আছে। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিও যুক্ত।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo