Samsung Galaxy M12-এর আজ প্রথম সেল, 9499 টাকায় কিনতে পারবেন 6000mAh ব্যাটারির এই ফোন

Samsung Galaxy M12-এর আজ প্রথম সেল, 9499 টাকায় কিনতে পারবেন 6000mAh ব্যাটারির এই ফোন
HIGHLIGHTS

6GB RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ বিকল্প সহ Samsung Galaxy M12 ফোনের দাম 10,999 টাকা থেকে শুরু হয়

6000mAh ব্যাটারি সহ Samsung Galaxy M12 ফোন আজ অনেক সেরা অফার সহ কেনা যাবে

Samsung Galaxy M12 ফোনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এঙ্গেল ক্যামেরা রয়েছে

Samsung Galaxy M সিরিজের লেটেস্ট শক্তিশালী স্মার্টফোন Galaxy M12 ফোনের সেল আজ দুপুর 12টায় শুরু হবে। গ্রাহকরা ফোনটি Amazon India এবং সংস্থা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। Amazon Prime মেম্বরদের জন্য ফোন ফোনের সেল 17 মার্চ থেকে শুরু হয়ে গিয়েছে, তবে আজ দুপুর 12টা থেকে এই ফোন সমস্ত সাধারন লোকেরা কিনতে পারবেন। 6000mAh ব্যাটারি সহ এই ফোন আজ অনেক সেরা অফার সহ কেনা যাবে।

6GB RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ বিকল্প সহ এই ফোনের দাম 10,999 টাকা থেকে শুরু হয়। সংস্থা ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড এবং EMI ট্রানজেকশনে 1 হাজার টাকার ক্যাশব্যাকও দেওয়া হচ্ছে। তবে আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি M21 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে…

Samsung Galaxy M12 ফিচার এবং স্পেসিফিকেশন

এই ফোনে 90Hz এর রিফ্রেশ রেট এর সাথে 6.5 ইঞ্চির ইনফিনিটি-V ডিসপ্লে দেওয়া হয়েছে যার সাথে রিফ্রেশ রেট 90Hz। ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু কালার অপশনে পাওয়া যাবে এই ফোন। ফোন LPDDR4x র‌্যাম সহ আসে। প্রসেসর হিসাবে আপনি এই ফোনে 8nm Exynos 850 প্রসেসর পাবেন। 128 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ এই ফোনের মেমরির মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

ফটোগ্রাফির জন্য ফোনে LED ফ্ল্যাশ এর সাথে চারটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এঙ্গেল ক্যামেরা রয়েছে। এর পাশাপাশি, একটি 5 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য আপনি এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন।

ফোনে পাওয়ার দেওয়ার জন্য ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। ওএস এর কথা বললে এই ফোন অ্যান্ড্রয়েড 11 এর ভিত্তিতে One UI 3.1 এ কাজ করে। হেজ এবং ম্যাট ডিজাইন সহ এই ফোনে আপনি ফাস্ট ফেস অনলক এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো ফিচার পাওয়া যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo