গিকবেঞ্চ ওয়েবসাইটে লিক হল Galaxy J3 (2017) এর স্পেকস, সাত হাজারেরও কমে আনছে স্মার্টফোন

HIGHLIGHTS

বাজারে আসার আগেই ওয়েবসাইটে হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন ফাঁস করে দিয়েছে গিকবেঞ্চ৷ সেদিকে নজর দেওয়া যাক৷

গিকবেঞ্চ ওয়েবসাইটে লিক হল Galaxy J3 (2017) এর স্পেকস, সাত হাজারেরও কমে আনছে স্মার্টফোন

মোবাইল নির্মাতা কোম্পানি সামসাং তার ‘J’ সিরিজের স্মার্টফোনগুলির জনপ্রিয়তা দেখে বাজারে আরও একটি নতুন স্মার্টফোন আনতে চলেছে৷ প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইট গিকবেঞ্চ জানাচ্ছে, আত্মপ্রকাশ করতে চলেছে Samsung Galaxy J3 (2017)৷ তবে বাজারে আসার আগেই ওয়েবসাইটে হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন ফাঁস করে দিয়েছে গিকবেঞ্চ৷ সেদিকে নজর দেওয়া যাক৷

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আরও দেখুন : এবার দূরবর্তী এলাকাতে ও 4G পরিষেবা নিয়ে হাজির হচ্ছে ভোডাফোন

নতুন হ্যান্ডসেটের স্ক্রিন হতে পারে 5 ইঞ্চির৷ HD ডিসপ্লে, রেজোলিউশন 720×1280 পিক্সেলের৷ অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট তো থাকছেই, স্মুথ পারফরম্যান্সের জন্য কোয়াড কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে থাকছে 1.5 বা 2GB র‍্যাম৷ ইন্টারনাল স্টোরেজ 16GB’র হলেও ইউজাররা ব্যবহার করতে পারবেন 10GB৷ কারণ, স্বাভাবিকভাবেই বাকি স্পেসটুকু সিস্টেম স্টোরেজের জন্য বরাদ্দ থাকবে৷ মাইক্রো এসডি কার্ড ঢুকিয়ে মেমোরি এক্সপ্যান্ড করারও সুযোগ থাকছে৷

তবে GFX বেঞ্চ নামে আরেকটি ওয়েবসাইট জানাচ্ছে, গ্যালাক্সি J3 (2017) হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা কোয়ালিটি বেশ দুর্বল৷ মাত্র 5 মেগাপিক্সেল৷ ফ্ল্যাশের পাশাপাশি থাকবে ফেস ডিটেকশন, অটো-ফোকাস, টাচ-ফোকাস প্রযুক্তি৷ সেলফি ও ভিডিও চ্যাটের জন্য মিলবে 2MP-র ফ্রন্ট ক্যামেরা৷ ফোর-জি ভিওএলটিই সাপোর্টেড নতুন মডেলটির দাম হতে পারে আনুমানিক 6,800 টাকা৷

আরও দেখুন : মোটো M স্মার্টফোন শীঘ্রই ভারতে হবে লঞ্চ

আরও দেখুন : 3G ফোনে মিলবে 4G নেট, এই অ্যাপ এর মাধ্যমে

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo