Samsung Galaxy J2 Pro এবার পাওয়া যাচ্ছে মাত্র Rs 9,090

HIGHLIGHTS

এটি অ্যান্ড্রয়েড মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে

Samsung Galaxy J2 Pro এবার পাওয়া যাচ্ছে মাত্র Rs 9,090

Samsung Galaxy J2 Pro গত বছর জুলাই মাসে লঞ্চ হয়েছিল। এবার এর দাম কমেগেছে Rs 800। এবার Samsung Galaxy J2 Pro ফোনটি Rs 9,090 দামে পাওয়া যাচ্ছে। এই ফোনটিকে Rs 9,890 দামে লঞ্চ করা হয়েছিল। এটি ব্ল্যাক, সিলভার আর গোল্ড রঙে সেলের জন্য পাওয়া যাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy J2 Pro স্মার্টফোনটিতে 5-ইঞ্চির HD সুপার AMOLED ডিসপ্লে আছে। এটি 1.5GHz কোয়াড কোর প্রসেসার যুক্ত আর এতে 2GB’র র‍্যাম আছে। এই ফোনের স্টোরেজকে মাইক্রো SD কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়। এই ফোনটির ব্যাটারি 2600mAh এর। এটি অ্যান্ড্রয়েড মার্শমেলো অপারেটিং সিস্টেম যুক্ত।

এই ফোনটিতে 8 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 5 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। এটি 4G সাপোর্ট করে। এটি একটি ডুয়াল সিম স্মার্টফোন। এতে ব্লুটুথ USB 2.0, GPS, ওয়াই-ফাই এর মতন ফিচার্স আছে। এই ফোনটিতে স্মার্ট গ্লোর মতন ফিচার্স আছে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo