Samsung Galaxy C7 (2017) ব্লুটুথ সার্টিফিকেশন পেল

HIGHLIGHTS

Samsung Galaxy C7 কে গত বছর লঞ্চ করা হয়েছিল

Samsung Galaxy C7 (2017) ব্লুটুথ সার্টিফিকেশন পেল

স্যামসং গত বছর জুন মাসে Samsung Galaxy C7 লঞ্চ করেছিল, এবার কোম্পানি এর নতুন ভেরিয়েন্টকে তাড়াতাড়ি লঞ্চ করবে। আপাতত কোম্পানি Samsung Galaxy C7 (2017) এর ওপর কাজ করছে। আসলে স্যামসং SM-C7100 মডেল নম্বরের সঙ্গে স্যামসং এর একটি নতুন ফোন ব্লুটূথ সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। অনুমান করা হচ্ছে যে এই স্মার্টফোনটি এবার খুব তাড়াতাড়ি বাজারে চলে আসবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

তবে এই লিস্টিং থেকে এই ফোনের অন্যান্য স্পেসিফিকেশনের বিষয়ে কিছু জানা যায়নি। এই লিস্টিং থেকে শুধু এই জানা গেছে যে এটি ব্লুটুথ 4.2 যুক্ত হবে।আপনাদের মনে করিয়েদি যে Samsung Galaxy C7 এ 5.7-ইঞ্চির ফুল HD (1920 x 1080পিক্সাল) সুপার AMOLED ডিসপ্লে আছে। এটি 2 GHz অক্টা-কোর স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার যুক্ত। এতে অ্যাড্রিনো 506 GPU দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 3,300 mAh এর। এতে 4GB র‍্যাম আর 128GB’র এক্সপেন্ডেবেল স্টোরেজ আছে। এটি অ্যাড্রিনো 6.0.1মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে।

এতে 16MP’র রেয়ার ক্যামেরা LED ফ্ল্যাশের সঙ্গে দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 8MP’র ফ্রন্ট ক্যামেরা আছে। এই ডুয়াল সিম স্মার্টফোনটি 4G LTE সাপোর্ট করে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo