Samsung Galaxy A70 মোবাইল ফোনটি অনেক বৈশিষ্ট্যর সঙ্গে ইন্টারনেটে দেখা গেছে

HIGHLIGHTS

Samsung তাদের পরবর্তী মোবাইল ফোন Galaxy A70 6.7 ইঞ্চির FHD+AMOLED ডিসপ্লে, ইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 4500mAh ব্যাটারি আর galaxy A60 র সঙ্গে সার্টিফায়েড হয়েছে

Samsung Galaxy A70 মোবাইল ফোনটি অনেক বৈশিষ্ট্যর সঙ্গে ইন্টারনেটে দেখা গেছে

স্যামসাং সম্প্রতি তাদের Samsung Galaxy A40, Galaxy A20  মোবাইল ফোন গুলি লঞ্চ করেছিল, আর কোম্পানি এবার গত মাসে তাদের Samsung Galaxy A10, Samsung Galaxy A30 আর  Galaxy A50 মোবাইল ফোন লঞ্চ করেছে। আর এবার galaxy A60 আর Galaxy A70(SM-A7050) আর Galaxy A60(SM-A6060) স্মার্টফোন TENAA র সার্টিফিকেশান পেয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আপনাদের বলে রাখি যে মনে করা হচ্ছে যে এই ফোনে আপনারা একটি 6.7 ইঞ্চির ডিসপ্লে একটি 4400mAh য়ের ব্যাটারি আর Galaxy A70 ফোনে থাকবে। আর এর সঙ্গে অনেক কিছু Galaxy A60 ফোনের মতন একটি ইনফিনিটী U ডিসপ্লে, ট্রিপেল ক্যামেরা সেটআপ আর গ্রেডিয়েন্ট ব্যাক পাওয়া যাবে, আর এছাড়া এই ফোনে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হবে।

Samsung Galaxy A70 ফোনের রিউমার্ড স্পেক্স

এই ফোনে আপনারা একটি 6.7 ইঞ্চির 2340×1080 পিক্সালের FHD+ ইনফিনিটি U সুপার AMOLED ডিসপ্লে পাবেন আর এই ফোনে একটি 2GHz অক্টা কোর স্ন্যাপড্র্যাগন 675 প্রসেসার থাকতে পারে, আর এর সঙ্গে এই ফোনে আপনারা 6GB র‍্যাম আর একটি 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ পাবেন আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

এই ফোনে ডুয়াল সিম সাপোর্ট থাকবে আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই থাকবে। আর এই ফোনে আপনারা 32MP র ক্যামেরার সঙ্গে রেয়ারে 5MP আর 8MP র ক্যামেরা পেতে পারেন, আর ফোনের ফ্রন্টে একটি 32MP র ক্যামেরা থাকতে পারে। আর এই ফোনে 4500mAh বা 4400mAh য়ের ব্যাটারি থাকতে পারে।

ভায়াঃ

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo