একলাফে 13000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা সহ Samsung 5G ফোনের, জানুন কোথায় মিলবে এত সস্তায়

HIGHLIGHTS

Samsung Galaxy A55 5G ফোন এখন অনেকটা সস্তা দামে কেনার সুযোগ রয়েছে

লঞ্চ প্রাইস থেকে 13,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ55 5জি ফোন

গ্যালাক্সি এ55 5জি ফোনটি 50MP মেইন ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে

একলাফে 13000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা সহ Samsung 5G ফোনের, জানুন কোথায় মিলবে এত সস্তায়

এখন Samsung Galaxy A55 5G ফোন অনেকটা সস্তা দামে কেনার সুযোগ রয়েছে। লঞ্চ প্রাইস থেকে 13,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ55 5জি ফোন। মিড রেঞ্জ সেগামেন্টে আসা সাউথ কোরিয়ান কোম্পানির স্যামসাং গ্যালাক্সি এ55 5জি ফোনে sAMOLED ডিসপ্লে, 12GB পর্যন্ত RAM, 50MP প্রাইমারি ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা মতো ফিচার দেওয়া। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এ55 5জি ফোনের নতুন দাম কত, স্পেসিফিকেশন কী।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy A55 5G ফোনে ভারতে নতুন দাম কত

স্যামসাং গ্যালাক্সি এ55 5জি ফোনটি ভারতে 39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে এখন এই ফোনটি Amazon সাইটে মাত্র 27,999 টাকা দামে লিস্ট করা। যার মানে ফোনে পুরো 12000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। বলে দি যে এই দামে ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলে কেনা যাবে।

আরও পড়ুন: 7300mAh ব্যাটারি সহ Vivo T4 5G ফোনের আজ প্রথম সেল, দুর্দান্ত ছাড়ে সস্তায় কেনার সুযোগ

samsung galaxy a55
samsung galaxy a55

শুধু তাই নয় অ্যামাজন স্যামসাং গ্যালাক্সি এ55 5জি ফোনে 1000 টাকার কুপন ছাড় অফার করা হচ্ছে। ছাড়ের পর ফোনটি 26,999 টাকা দামে বিক্রি করা হচ্ছে।

স্যামসাং গ্যালাক্সি এ55 5জি ফোন এই দামে কেনা উচিত কিনা?

ফিচারের কথা বললে, গ্যালাক্সি এ55 5জি ফোনে প্রিমিয়াম ডিজাইন অফার করা হয়েছে। সুপার এমোলেড ডিসপ্লে সহ এটি ভিভিড কালার এবং ভিউং এক্সপেরিয়েন্স অফার করে। এটি IP67 রেটিং সহ আসে যা ফোনকে ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখবে।

গ্যালাক্সি এ55 5জি ফোনে 6.6-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট, 2340×1080 পিক্সেল রেজোলিউশন এবং কর্নিং গরিল্লা গ্লাস অফার করা হয়েছে।

প্রসেসর হিসেবে এতে Exynos 1480 চিপসেটে দেওয়া। এটি Android 14 অপারেটিং সিস্টামের কাজ করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে গ্যালাক্সি এ55 5জি ফোনটি 50MP মেইন ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে ফোনটি 5000mAh Lithium-ion ব্যাটারি অফার করে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসে।

আরও পড়ুন: Good News! শুরু হতে চলেছে Amazon Great Summer Sale 2025 মেগা সেল, স্মার্টফোন সহ স্মার্ট টিভিতে দুর্দান্ত অফার, দেখে নিন লিস্ট

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo