Samsung Galaxy A52 এবং Galaxy A72 ফোন 4 রিয়ার ক্যামেরার সাথে ভারতে লঞ্চ, জেনে নিন দাম এবং ফিচার

Samsung Galaxy A52 এবং Galaxy A72 ফোন 4 রিয়ার ক্যামেরার সাথে ভারতে লঞ্চ, জেনে নিন দাম এবং ফিচার
HIGHLIGHTS

ভারতে দুটি নতুন স্মার্টফোন Samsung Galaxy A52 এবং Galaxy A72 লঞ্চ করে দিয়েছে

Galaxy A52 এবং Galaxy A72 স্মার্টফোন IP67 রেটিং এর সাথে বাজারে আনা হয়েছে

ভারতে Samsung Galaxy A52 মডেলের দাম শুরু হচ্ছে 26,499 টাকা থেকে

স্যামসাং শুক্রবার ভারতে দুটি নতুন স্মার্টফোন Samsung Galaxy A52 এবং Galaxy A72 লঞ্চ করে দিয়েছে। এই দুটি ফোন এই সপ্তাহে বিশ্বব্যাপী চালু হয়েছিল। তবে Samsung Galaxy A52 ফোনের 5G ভ্যারিয়্যান্ট ভারতে লঞ্চ করা হয়েনি। Galaxy A52 এবং Galaxy A72 স্মার্টফোন IP67 রেটিং এর সাথে বাজারে আনা হয়েছে। এছাড়া এতে স্টেরিও স্পিকার এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে। দুটি ফোনই অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক One UI 3.0 এর উপর কাজ করে। আসুন জেনে নেওয়া যাক ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার এর সম্পর্কে….

Samsung Galaxy A52, Galaxy A72: ভারতে দাম, অফার এবং বিক্রি তারিখ

ভারতে Samsung Galaxy A52 মডেলের দাম শুরু হচ্ছে 26,499 টাকা থেকে। ফোনটির বেস মডেল অর্থাৎ 6GB+128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের জন্য এই দাম ধার্য করা হয়েছে। অন্য দিকে আবার Galaxy A72 ফোনের 8GB+128GB ভ্যারিয়্যান্টের দাম ভারতে 34,999 টাকা।

স্যামসাং গ্যালাক্সি এ 52 এবং গ্যালাক্সি এ 72 আজ থেকে সারাদেশে বিক্রির জন্য উপলব্ধ। এই ফোন Awesome Violet, Awesome Blue, Awesome Black, এবং Awesome White মোট চারটি কালারে পাওয়া যাবে।

Samsung Galaxy A52 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

নতুন স্যামসাং গ্যালাক্সি A সিরিজের নতুন স্মার্টফোন Samsung Galaxy A52 এর স্পেসিফিকেশন এবং ফিচার এর কথা বললে তবে এই ফোনে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে, যার ডিসপ্লে রিফ্রেশ রেট 120Hz। এই ফোনে রয়েছে IP67 ওয়াটর এবং ডাস্ট রেসিস্টেন্ট। Android 11 অপারেটিং সিস্টম এবং Octa-core প্রসেসর সহ এই ফোনে 4,500mAh এর ব্যাটারি রয়েছে, যা 25W ফাস্ট চার্জিং সপোর্টের সাথে আসে। তবে Samsung Galaxy A52 5G ফোনের ক্যামেরার কথা বলতে গেলে এতে 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যাতে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, 5 মেগাপিক্সেল এর ডেপথ সেন্সর এবং 5MP ম্যাক্রো লেন্স রয়েছে। এছাড়া ফোনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

Samsung Galaxy A72 এর ফিচার এবং স্পেসিফিকেশন

Samsung Galaxy A সিরিজে লঞ্চ হওয়া দ্বিতীয় স্মার্টফোন Samsung Galaxy A72 এর ফিচারের কথা বললে এতে 6.7 ইঞ্চির full-HD+ AMOLED ডিসপ্লে দেওয়া, যার ডিসপ্লে রিফ্রেশ রেট 90Hz। Android 11 ভিত্তিক One UI 3.1 অপারেটিং সিস্টেম সহ এই ফোনে 5,000mAh এর ব্যাটারি রয়েছে, যা ফাস্ট চার্জিং সপোর্ট করে। Samsung Galaxy A72 ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাথমিক সেন্সর 64 মেগাপিক্সেল। এতে 12MP আলট্রাওয়াইড লেন্স, 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং একটি 8 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স রয়েছে। এই ফোন 3x অপটিকাল জুম সহ আসে। ফোনে ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

Digit.in
Logo
Digit.in
Logo