HIGHLIGHTS
আর এই কারনে এই ফোনটিতে ডাটা ট্রান্সফার আরও ভাল ভাবে করা যাবে আর এর মাধ্যমে মাল্টিপাল ডিভাইসকে স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যাবে
Samsung Galaxy A5 আর Galaxy A7 খুব তাড়াতাড়ি বাজারের প্রতিযোগিতা বারাবে। এবার একটি নতুন লিক বাজারে এসেছে। এই লিকে একটি নতুন বিষয় জানা গেছে। জানা গেছে যে এই ফোন দুটি খুব তাড়াতাড়ি লঞ্চ হবে আর এই ফোনটিতে ব্লুটুথ 5.0 ফিচার থাকবে।
Surveyআর এর সঙ্গে Samsung Galaxy A5 আর Galaxy A7 ফোনটিতে Exynos 7885 চিপসেট থাকতে পারে। আপাতত এই দুটি ব্লুটুথ SIG সার্টিফিকেশান পেয়েছে। এই লিস্টিং থেকে এও জানা যায় যে এই দুটি ফোনে ব্লুটুথ 5.0 থাকবে। আর এর ফলে আর এই কারনে এই ফোনটিতে ডাটা ট্রান্সফার আরও ভাল ভাবে করা যাবে আর এর মাধ্যমে মাল্টিপাল ডিভাইসকে স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যাবে।
মাত্র কিছু দিন আগেই Samsung Galaxy A5 2018 ফোনটিকে বেঞ্চমার্কিং ওয়েবসাইটে দেখা গেছিল। এই ফোনটিতে 4GB র্যাম আর 6GB র্যাম থাকতে পারে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড নৌগাট 7.1 থাকতে পারে।