ভারতে লঞ্চের আগে ফাঁস হল Samsung Galaxy A32 4G ফোনের দাম, পাওয়া যাবে এই ফিচার

ভারতে লঞ্চের আগে ফাঁস হল Samsung Galaxy A32 4G ফোনের দাম, পাওয়া যাবে এই ফিচার
HIGHLIGHTS

Samsung Galaxy A32 4G ফোনের 6GB র‌্যাম এবং 128 জিবি স্টোরেজের দাম ভারতে 21,999 টাকা হতে পারে

Samsung ভারতে 5 মার্চে তার নতুন স্মার্টফোন Samsung Galaxy A32 লঞ্চ করতে চলেছে

হ্যান্ডসেট নির্মাতা সংস্থা Samsung ভারতে 5 মার্চে তার নতুন স্মার্টফোন Samsung Galaxy A32 লঞ্চ করতে চলেছে। অফিসিয়াল লঞ্চের আগে স্যামসাং গ্যালাক্সি A32 4G স্মার্টফোনের দাম ফাঁস হয়ে গিয়েছে। বলে দি যে এই স্মার্টফোন গত সপ্তাহে রাশিয়ায় চালু করা হয়েছিল। আসুন জেনে নেওয়া যাক লীক অনুসারে, এই ফোনের ভারতে দাম কত হতে পারে এবং ফোনের ফিচার্স কী কী…

Samsung Galaxy A32 4G Price in India (অনুমানিত)

টিপস্টার ইশান আগরওয়াল ভারতে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আগেই এই লেটেস্ট Samsung Mobile ফোনের দাম ফাঁস করে দিয়েছে। লীক অনুসারে, স্যামসাং গ্যালাক্সি A32 4G স্মার্টফোনের 6GB র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম ভারতে 21,999 টাকা হতে পারে। ফোনটি 4GB র‌্যাম এবং 8GB র‌্যাম সহ বাজারে আসতে পারে। তবে 8GB র‌্যাম ভ্যারিয়্যান্টের দাম কত হবে সে সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি।

বলে দি যে রাশিয়া-তে Samsung Galaxy A32 4G-র 4 জিবি র‌্যাম / 64 জিবি স্টোরেজের দাম RUB 19,990 (প্রায় 19,600 টাকা)। পাশাপাশি ফোনের ফোনের 4 জিবি র‌্যাম / 128 জিবি স্টোরেজ মডেলের দাম RUB 21,990 (প্রায় 21,500 টাকা) রাখা হয়েছে। ফোনটি চারটি কালার ভেরিয়েন্ট Awesome Black, Awesome Violet, Awesome Blue और Awesome White এ ভারতে আনা যেতে পারে।

samsung-galaxy-a32-launch

SAMSUNG GALAXY A32 4G ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফোনে 6.4 ইঞ্চির সুপার AMOLED ইনফিনিটি-U নচ ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে 90Hz এর রিফ্রেশ রেট রয়েছে এবং এটি ফুল এইচডি+ রেজোলিউশনের সাথে আসে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ এই স্মার্টফোনের ওজন 184 গ্রাম। ফটোগ্রাফির জন্য ফোনে চারটি রিয়ার ক্যামেরা সরবরাহ করা হয়েছে। ফোনে 64 মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর এর সাথে একটি 8-মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স রয়েছে, একটি 5-মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার এবং একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর দেওয়া হয়েছে।

ফোনটি 4 জিবি, 6 জিবি এবং 8 জিবি র‌্যাম এবং 64 জিবি / 128 জিবি ইন্টারনাল স্টোরেজ বিকল্পের সাথে আসে। মাইক্রো এসডি কার্ড সমর্থনকারী এই ফোনে একটি 2.0Ghz অক্টা-কোর প্রসেসর রয়েছে। সংস্থার ফোনের প্রসেসর সম্পর্কে এখনও কোনও তথ্য দেওয়া হয়নি। তবে খবর মতে, এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর রয়েছে। ফোনে পাওয়ার দেওয়ার জন্য 5000mAh ব্যাটারি রয়েছে, এটি 15 ওয়াটের ফাস্ট চার্জিং সপোর্ট সহ আসে। ফোনটি কালো, সাদা, নীল এবং বেগনি রঙে আসবে।

samsung-galaxy-a32-launch Price

গ্যালাক্সি A32 4G এবং 5G ভ্যারিয়্যান্টে আসে। তবে ফোনের দুটি ভ্যারিয়্যান্টের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। 5G ভ্যারিয়্যান্ট 4G  এর চেয়ে বড় স্ক্রিন সরবরাহ করে। 5G ভ্যারিয়্যান্টের ডিসপ্লে সাইজ 6.5 ইঞ্চি, অন্যদিকে 4G ভ্যারিয়্যান্টে 6.4 ইঞ্চি ডিসপ্লে দিচ্ছে সংস্থাটি। একইভাবে 4G ভ্যারিয়্যান্টে 90Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যা 5G ভ্যারিয়্যান্টে কেবল 60Hz। 5G ভ্যারিয়্যান্টের মূল ক্যামেরা 48 মেগাপিক্সেল এবং 4G ভ্যারিয়্যান্টে একটি 64-মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ক্যামেরার কথা বললে 5G ভ্যারিয়্যান্টে 13 মেগাপিক্সেল এবং 4G ভ্যারিয়্যান্টটিতে 20-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo