ট্রিপেল ক্যামেরা যুক্ত নতুন ফোন লঞ্চ করল স্যামসাং

ট্রিপেল ক্যামেরা যুক্ত নতুন ফোন লঞ্চ করল স্যামসাং
HIGHLIGHTS

স্যামসাং A সিরিজের দুটি নতুন ফোন এল

গ্যালাক্সি A50s আর গ্যালাক্সি A30s লঞ্চ হয়েছে

স্যামসাং ভারতে তাদের দুটি নতুন ফোন লঞ্চ করেছে যা কোম্পানির A সিরিজের ফোন। আর এই গ্যালাক্সি A50s আর গ্যালাক্সি A30s ফোন দুটি ট্রিপেল ক্যামেরার সঙ্গে এসেছে। আর দুটি ফোনেই আপনারা প্রিজম কাট ব্ল্যাক, প্রিজম কাট হোয়াইট আর প্রিজম কাট ভায়লেট কালার পাবেন। আর নতুন স্যামসাং গ্যালাক্সি A সিরিজের ফোনে Galaxy A50 আর  Galaxy A30 ফোনের আপগ্রেটেড ভার্সান।

স্যামসাং গ্যালাক্সি A50s আর স্যামসাং গ্যালাক্সি A30s য়ের দাম

স্যামসাং গ্যালাক্সি A50s 22,999 টাকার প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে আর এটি এই ফোনের 4GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। আর এই ফোনের অন্য মডেল 6GB র‍্যাম আর 128GB স্টোরেজের যা 24,999 টাকায় লঞ্চ করা হয়েছে। আর আমরা যদি Galaxy A30s ফোনটির বিষয়ে বলি তবে এই ফোনে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে। আর এর দাম 16,999 টাকা করা হয়েছে।। আর এই ফোনে আপনারা 11 সেপ্টেম্বর থেকে মানে গত কাল থেকেই এটি কিনতে পারবেন। আর আপনারা এই ফোন Samsung Opera House, Samsung e-shop আর ই কমার্স ওয়েবসাইট থেকে কিনতে পারবেন।

অফার্সের ক্ষেত্রে এই ফোনের সঙ্গে রিলায়েন্স জিওয়ার 198 টাকার আর 299 টাকার (সর্বাধিক 12টি রিচার্জ পর্যন্ত) প্ল্যান ডাবাল ডাটা অফার করেছে। আর এয়ারটেল আর ভোডাফোন আইডিয়া গ্রাহকরা আলাদা আলাদা রিচার্জ প্ল্যানে এক ই লাভ দিচ্ছে।

স্যাসাং গ্যালাক্সি A30s য়ের স্পেসিফিকেশান

গ্যালাক্সি A30s ফোনটিতে আপনারা এক্সিয়ন্স 7904 অক্টা কোর চিপসেট পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ পাবেন। এই ডিভাইসে স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। আর এ ফোনে আপনারা 6.4 ইঞ্চির HD+ সুপার AMOLED ইনফিনিটি V ডিসপ্লে পাবেন।

ছবি তোলার জন্য ফোনে ট্রিপেল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আর এই ফোনে এর সঙ্গে আছে একটি 25MP র মেন ক্যামেরা সঙ্গে 5MP র ডেপথ সেন্সার ক্যামেরা আর একটি 8MP র ওইয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর এই ফোনে আপনারা 4000mAh য়ে ব্যাটারি পাবেন। ফোনে আছে 15W ফাস্ট চার্জারের সাপোর্ট। আর এই ফোনে এর সঙ্গে আছে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

স্যামসাং গ্যালাক্সি A50s স্মার্টফোনের স্পেসিফিকেশান

এই ফোনে আপনারা একটি 6.4 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে পাবেন যা ইনফিনিটি U ডিসপ্লে আর এই ফোনে এর সঙ্গে আছে একটি ফুল HD+ ডিসপ্লে। আর এটি এক্সিয়ন্স 9610 চিপসেট যুক্ত। আর ফোনটিতে আপনারা 4GB আর 6GB র‍্যামে পাবেন। আর এই ফোনের স্টোরেজ মাইক্রো এসডী কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

ফোনে 4000mAh য়ের ব্যাটারি আছে আর এটি 15W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এ ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরা তে 48MP র মেন ক্যামেরার সঙ্গে 8MP আর একটি 5MP র ক্যামেরা পাবেন। ফোনে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo