ফ্লিপকার্ট, অ্যামাজনের মতন ই-কমার্স ওয়েবসাইট গুলি উৎসবের সময়ে অনেক সেল অফার নিয়ে আসে, আর আমরা যদি স্মার্টফোন, গ্যাজেট বা ল্যাপটপের নির্মাতা কোম্পানি গুলির দিকে দেখি তবে দেখা যাবে যে এই ক্ষেত্রে এরাও পিছিয়ে নেই। স্যামসাং তাদের J সিরিজের চারটি ফোনের দাম কমিয়েছে।
Survey
✅ Thank you for completing the survey!
এই বিষয়ে খবর মুম্বাইয়ের মহেশ টেলিকমের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে সামনে এসেছে আর সেখানে দেখা গেছে যে Samsung য়ের 4 টি ফোনের দাম কমেছে। এই অফার 25 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত চলবে। আর এর মধ্যে আপনারা এই মোবাইল ফোন গুলি কম দামে কিনতে পারবেন। এই চারটি ফোন হল- Galaxy J2 Core, Galaxy J2 2018, Galaxy J4 আর Galaxy J6।
#Samsung New Best Buy from 25th Oct valid till 15th Nov – J6 64GB at Rs. 12990 J6 32GB at Rs. 11490 J4 16GB at Rs. 8250 J2 18 at Rs. 6990 J2 Core at Rs. 5990 pic.twitter.com/VqKIoXJLIl
সেলের সময়ে গ্যালাক্সি J2 কোর 7,000 টাকার বদলে 5,990 টাকায় কেনা যাবে। আর Galaxy J2 2018 ফোনটি 8,200 টাকার বদলে 6,990 টাকায় কেনা যাবে।
আর আমরা যদি Galaxy J4 মোবাইল ফোনটি দেখি তবে এটি 10,990 টাকার বদলে 8,250 টাকায় কেনা যাবে। আর Galaxy J6 ফোনটির 32GB ভেরিয়েন্টটি সেলের সময়ে 11,490 টাকায় কেনা যাবে আর এই ডিভাইসের 64GB ভেরিয়েন্টটি মাত্র 12,990 টাকায় কেনা যাবে।