স্যামসাং গ্যালাক্সি M30 S সেপ্টেম্বরে লঞ্চ হবেঃ রিপোর্ট

স্যামসাং গ্যালাক্সি M30 S সেপ্টেম্বরে লঞ্চ হবেঃ রিপোর্ট
HIGHLIGHTS

স্যামসাংয়ের গ্যালাক্সি M30s ফোনটি ট্রিপেল ক্যামেরার সঙ্গে আসতে পারে

এই ফোনে ব্যাটারিতে নতুনত্ব থাকবে

স্যামসাংয়ের গ্যালাক্সি M30 ফোন লঞ্চ হওয়ার পরে এবার কোম্পানি তাদের ফোন গ্যালাক্সি M30S লঞ্চ করতে পারে। IANS য়ের একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে স্যামসাং তাদের গ্যালাক্সি M30s ফোনটি সামনের মাসে 20,000 টাকার মধ্যে লঞ্চ করতে পারে। আর স্যামসাং গ্যালাক্সি M30 ফোনটি এখন বাজারে পাওয়া যায়। আর এই নতুন ফোনে ট্রিপেল ক্যামেরা থাকতে পারে।

ইন্ডিয়া টুডের একটি রিপোর্ট অনুসারে আপকামিং গ্যালাক্সি M30s ফোনটি এক্সিয়ন্স প্রসেসারের সঙ্গে আসবে আর এটি এর আগের M সিরিজের ফোনের মতন হবে। আর আশা করা হচ্ছে যে এই ফোনের ব্যাকে একটি 48MP র সোনি ক্যামেরা থাকবে। আর এই গ্যালাক্সি M30s ফোনে ‘অ্যান ইন্ডাস্ট্রি ফার্সড় ব্যাটারি’ থাকবে। আর এই ফোনে একটি বাম্প ব্যাটারি ক্যাপাসেটি থাকবে বলে মনে। গ্যালাক্সি M30 ফোনের বড় 5000mAh য়ের ব্যাটারি বেশ বড়।

গ্যালাক্সি M30s ফোনটি হয়ত ফাস্ট চার্জ সাপোর্ট করবে আর এর সঙ্গে এটি একটি মিড রেঞ্জের ফোন হতে পারে। আর এই ফোনটি দুটি ভেরিয়েন্টে আসতে পারে বলে মনে করা হচ্ছে- 4GB RAM + 64GB আর 6GB RAM + 128GB। Galaxy M30 ফোনটি লঞ্চের সময়ে এর প্রাথমিক দাম ছিল 14,990 টাকা। আর সেখানে গ্যালাক্সি M30s ফোনের দাম 20,000 টাকার মধ্যে হবে বলে মনে করা হচ্ছে।

কিছু দিন আগে রিপোর্ট করা হয় যে স্যামসাং গ্যালাক্সি A50s আর গ্যালাক্সি A30s আপগ্রেটেড ক্যামেরার সঙ্গে এসেছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo