REDMI NOTE 8 আজ দুপুর 12 টায় আপনার হতে পারে

REDMI NOTE 8 আজ দুপুর 12 টায় আপনার হতে পারে
HIGHLIGHTS

ফোনটিতে আছে একটি 4000mAh য়ের ব্যাটারি

ফোনটির প্রাথমিক দাম 9,999 টাকা

ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে

আপনারা যদি এর আগের সেলে কোয়াড ক্যামেরার রেডমি নোট 8 ফোনটি কিনে উঠতে না পারেন তবে আজকে আপনাদের সামনে একটি সুযোগ এসেছে। আপনারা আজকে এই ফোনটি অ্যামাজনে দুপুর 12 টার সময়ে কিনতে পারবেন। এই ফোনে আপনারা দুটি ভেরিয়েন্টে কিনতে পারবেন। ফোনটিতে আছে একটি 4000mAh য়ের ব্যাটারি আর এই ফোনে এর সঙ্গে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665।

Redmi Note 8 ফোনের দাম আর অফার্স

Redmi Note 8 ফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে কিনতে পারবেন। এর প্রাথমি দাম 9,999 টাকা যা এর 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের দাম। আর এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজের দাম 12,999 টাকা রাখা হয়েছে।

এই ফোনটি আপনারা HDFC ব্যাঙ্কের ডেবিট কার্ডের মাধ্যমে কিনলে 10% সেভ করতে পারবেন।

আবার এই ফোনের সঙ্গে আপনারা এয়ারটেলের 1,120GB পর্যন্ত 4G ডাআটা, আনলিমিটেড কল, এয়ারটেল থ্যাংঙ্কসের মতন সুবিধাও পেতে পারবেন।

Redmi Note 8 ফোনের স্পেক্স আর ফিচার্স

রেডমি নোট 8 ফোনে আপনারা পাবেন একটি 6.3 ইঞ্চির FHD ডিসপ্লে আর এর সঙ্গে এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665। ফোনে আছে 48MP র কোয়াড ক্যামেরা। এর সঙ্গে একটি 8MP র আল্ট্রা ওয়াইড ক্যামেরা আর 2MP র ম্যাক্রো লেন্সের সঙ্গে একটি 2MP র ডেপথ সেন্সার। আর ফোনের ফ্রন্টে আছে একটি 13MP র ক্যামেরা।

ফোনে আছে ডুয়াল কর্নিং গোরিলা গ্লাস। আর এই ফোনে আপনারা পাবেন একটি 4000mAh য়ের ব্যাটারি। আর এই ফোনে আপনারা দুটি র‍্যাম আর স্টোরেজ অপশান পাবেন। স্টোরেজকে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে। ফোনে আছে Type C চার্জার আর 18W ফাস্ট চার্জার।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo