Redmi Note 9T 5G বাজারে হাজির, ফোনে রয়েছে Mediatek Dimensity 800U প্রসেসর

Redmi Note 9T 5G বাজারে হাজির, ফোনে রয়েছে Mediatek Dimensity 800U প্রসেসর
HIGHLIGHTS

Xiaomi-র লেটেস্ট ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 800U চিপসেটে দেওয়া হয়েছে, যা 7nm প্রোসেসে আধারিত

Redmi Note 9T-তে 6.53 ইঞ্চি ডিসপ্লে এবং কর্নিং গরিলা গ্লাস 5 দেওয়া রয়েছে

Redmi Note 9T 5G-র 4 জিবি র‌্যাম এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্ট লঞ্চ অফারে 199 ইউরোতে (প্রায় 17,870 টাকা) লঞ্চ করা হয়েছে

Xiaomi অবশেষে বিশ্বজুড়ে তার Redmi Note 9T স্মার্টফোন লঞ্চ করেছে। শাওমির লেটেস্ট মিড-রেঞ্জ ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনশন 800U প্রোসেসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 5000mAh ব্যাটারির মতো বৈশিষ্ট্য রয়েছে। এই ফোনটি গত বছর নভেম্বরে চিনে লঞ্চ করা Redmi Note 9 5G-র রিব্র্যান্ড ভার্সন।

Redmi Note 9T 5G: দাম এবং উপলভ্যতা

Redmi Note 9T 5G-র 4 জিবি র‌্যাম এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্ট লঞ্চ অফারে 199 ইউরোতে (প্রায় 17,870 টাকা) লঞ্চ করা হয়েছে। ফোনের 4 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্ট 269.90 ইউরোতে (প্রায় 24,300 টাকা) কেনা যাবে। ফোনটি নাইটফল ব্ল্যাক এবং ডেবরেক পার্পল রঙে বিক্রি করা হবে। 11ই জানুয়ারী থেকে হ্যান্ডসেটটি mi.com এবং Amazon সহ অন্যান্য প্ল্যাটফর্মে বিক্রির জন্য উপলব্ধ করা হবে।

Redmi Note 9T : স্পেসিফিকেশন এবং ফিচার্স

Redmi Note 9T-তে 6.53 ইঞ্চি ডিসপ্লে এবং কর্নিং গরিলা গ্লাস 5 দেওয়া রয়েছে। স্ক্রিনের ফুল HD+ রেজোলিউশন এবং একটি 60 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। হ্যান্ডসেটে একটি ইউনিবিডি 3D কার্ভড ব্যাক ডিজাইন এবং পাঞ্চ-হোল ডিসপ্লে রয়েছে। রিয়ার প্যানেলে একটি স্প্ল্যাশ-প্রুফ কোটিং রয়েছে। শাওমি ফোনের ধারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও সরবরাহ করেছে।

শাওমি-র লেটেস্ট ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 800U চিপসেটে দেওয়া হয়েছে, যা 7nm প্রোসেসে আধারিত। গ্রাফিক্সের জন্য মালি-G58 GPU দেওয়া। হ্যান্ডসেটটিতে 4 জিবি র‌্যাম এবং 128 জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ রয়েছে। Redmi Note 9T ফোনে পাওয়ারের জন্য 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। শাওমি সংস্থা দাবি করছে যে ইউজাররা একটি বার চার্জে দুই দিনের ব্যাটারি লাইফ পাবেন। ফোনটি 18 ওয়াটের ফাস্ট চার্জিং সপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির পিছনে 48 মেগাপিক্সেল প্রাথমিক, 8 মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য স্মার্টফোনে একটি 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। হ্যান্ডসেটটিতে ডুয়াল-স্টেরিও স্পিকার রয়েছে। ফোনটি NFC, IR Blaster, FM রেডিও ইত্যাদি ফিচারকে সপোর্ট করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo