লঞ্চ হয়ে গেল REDMI NOTE 8T , কোয়াড ক্যামেরার এই ফোনে আর নতুন কি আছে জানেন!

লঞ্চ হয়ে গেল REDMI NOTE 8T , কোয়াড ক্যামেরার এই ফোনে আর নতুন কি আছে জানেন!
HIGHLIGHTS

ফোনের প্রাথমিক দাম 14,065 টাকা

ফোনে আছে কোয়াড ক্যামেরা

শাওমি ইউরোপে তাদের Redmi Note 8T স্মার্টফোনটি লঞ্চ করেছে। Redmi Note 8T ফোনের দাম  179 Euros ( প্রায় 14,065 টাকা) এই ফোনে আছে 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ। ফোনে এর সঙ্গে একটি 4GB র‍্যাম 64GB ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে যার দাম 199 Euros (প্রায় 15,670 টাকা) আর এই ফোনের 4GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 249 Euros ( প্রায় 19,565টাকা)।

Redmi Note 8T ফোনটি মুনশ্যাডো গ্রে, স্টারস্কেপ ব্লু আর মুনলাইট অপশানে এসেছে আর এটি 8 নভেম্বর স্পেনে আর 13 নভেম্বর ফ্রান্সে বিক্রি করা হবে।, আর এর সঙ্গে এই ফোনটি 15 নভেম্বর জার্মানিতে বিক্রি করা হবে। আর এই ডিভাইসটি তাড়াতাড়ি UK, নেদারল্যান্ড, বেলজিয়াম আর অন্যান্যা জায়গায় আসবে।

Redmi Note 8T তে একটি 6.3 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 1080 x 2340 পিক্সাল। আর এই ফোনে আছে সানলাইট মোড, নাইট মোড আর রিডিং মোড। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 AIE SoCপাবেন। আর এই ফোনে আছে অ্যাড্রিনো 610 GPU আর ফোনে আপনারা পাবেন 4GB LPDDR4X র‍্যাম। ফোনে আছে 128GB র স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

আমরা যদি এই ফোনের ক্যামেরা দেখি তবে এই ফোনে আপনারা পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ যা 48MP র মেন ক্যামেরার সঙ্গে 8MP র ক্যামেরা আর দুটি 2MP র ক্যামেরা দিচ্ছে। আর এই ফোনে আছে একটি 13MP র ফ্রন্ট ক্যামেরা।

Redmi Note 8T অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর আর এতে আছে MIUI 10 আর ফোনে 4000mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে যা 18W কুইক চার্জ সাপোর্ট করে। আর এই ফোনে আপনারা পাবেন  4G LTE, Wi-Fi 802.11ac, ব্লুটুথ, v5.0, GPS/ A-GPS, NFC, USBটাইপ C আর 3.5mm হেডফোন জ্যাক।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo