HIGHLIGHTS
আজকে দুপুরে Redmi Note 8 নিজের করুন
এই ফোনের প্রাথমিক দাম 9,999 টাকা
ফোনটি দুটি র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে কেনা যাচ্ছে
ভারতে রেডমি তাদের রেডমি নোট 8 সিরিজ লঞ্চ করেছে। আর এই ফোনের একাধিক ফ্ল্যাশ সেলের পরে আজকে আরও একবার Redmi Note 8 ফোনের ফ্ল্যাশ সেল এসেছে। আর এই ফোনে আপনারা দুটি র্যাম আর স্টোরেজে কিনতে পারবেন। আর এই ফোনটি অ্যামাজনে আজ দুপুর 12টায় নিজের করা যাবে।
SurveyRedmi Note 8 ফোনটি ভারতে দুটি র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে আর এর প্রাথমিক দাম 9,999 টাকা। এই ফোনের এই দাম এর 4GB র্যাম আর 64GB স্টোরেজের। আর এর সঙ্গে এই ফোনের 6GB র্যাম আর 128GB স্টোরেজের দাম 12,999 টাকা।
আর এই ফোনটি আপনারা যদি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনে তবে 750 টাকার ইন্সট্যান্ট ক্যাশব্যাকও পাবেন।
এই ফোনটিতে আছে 6.3 ইঞ্চির স্ক্রিন আর এই ফোনে আপনারা পাবেন কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 আর এই ফোনে এর সঙ্গে আছে একটি 4000mAh য়ের ব্যাটারি। আর এই ফোনে আপনারা পাবেন কোয়াড রেয়ার ক্যামেরা।
এই ফোনে আছে 48MP র মেন ক্যামেরার আর এই ফোনের ফ্রন্টে আছে একটি ডিউড্রপ নচ।
ফোনে আছে একটি 4000mAh য়ের ব্যাটারি।