ভারতে অন্য নামে লঞ্চ করবে Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro+, জানুন

ভারতে অন্য নামে লঞ্চ করবে Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro+, জানুন
HIGHLIGHTS

Redmi Note 11 সিরিজ লঞ্চ হয়েছে Redmi Note10 লাইনআপের পরের জেনারেশন সিরিজ হিসেবে

তিনটি Redmi Note 11 স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার একইরকমের

Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro+ মডেল ভারতে হাজির হতে পারে এক্কেবারে নতুন নামে , জানা যাচ্ছে এমনটাই

Redmi Note 11, Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro+ চিনে লঞ্চ করেছে বলে জানা গিয়েছে। তবে Redmi Note 11 সিরিজ ভারতে কবে লঞ্চ করবে তা এখনো জানায়নি Redmi। তবে টিপস্টার Kacper Skrzypek জানিয়েছেন যে Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro+ মডেল ভারতে লঞ্চ করতে পারে এক্কেবারে নতুন নামে।

টিপস্টার বলেছেন যে Note 11 Pro স্মার্টফোন ভারতে লঞ্চ করলে নাম হতে পারে Xiaomi11i এবং Redmi Note 11 Pro+ ফোন আসতে পারে Xiaomi 11i HyperCharge নামে। তবে ভ্যানিলা Redmi Note 11 অন্য কোনো নতুন নামে ভারতে লঞ্চ করবে কিনা তা জানা যায়নি এখনও।

Redmi Note 11 সিরিজ আসছে Redmi Note10 লাইনআপের পরের জেনারেশন সিরিজ হিসেবে। Note 11 সিরিজের তিনটি মডেলের স্পেসিফিকেশন এবং ডিজাইন একইরকমের । আসুন দেখে নেওয়া যাক Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro+ স্মার্টফোনের স্পেসিফিকেশন হিসেবে কি কি থাকছে-

Redmi Note 11 Pro স্পেসিফিকেশন-

ডিসপ্লে

Redmi Note 11 Pro মডেল আসছে 6.67 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লের সঙ্গে। স্ক্রিনের রিফ্রেশ রেট 120Hz। এই ফোনের টাচ স্যাম্পেল রেট রয়েছে 320Hz।

প্রসেসর

Redmi Note 11 Pro হ্যান্ডসেট কাজ করবে মিডিয়াটেক Dimensity 920 SoC চিপসেটে।

স্টোরেজ

এই ফোন আসছে তিনটি স্টোরেজ অপশনের সাথে। সেগুলি হল-

• 6GB RAM +128GB ইন্টারনাল।
• 8GB RAM+128GB ইন্টারনাল।
• 8GB RAM+256GB ইন্টারনাল।

ক্যামেরা

Redmi Note 11 Pro হ্যান্ডসেটে রয়েছে 108MP প্রাইমারি ক্যামেরা। এছাড়া রয়েছে 8MP আলট্রা ওয়াইড লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স। ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 16MP সেলফি শুটার।

ব্যাটারি

Redmi Note 11 Pro স্মার্টফোনে থাকতে পারে 5,160 mAh ব্যাটারি। এই মোবাইল আসতে পারে 67W ফাস্ট চার্জের সাপোর্টের সাথে।

কালার অপশন

Redmi Note 11 Pro মডেল আসতে পারে ফগ গ্রিন (Fog Green), মিস্ট্রি ব্ল্যাক (Mystery Black) এবং পার্পল (Purple) কালার ভ্যারিয়েন্টে।

Redmi Note 11 Pro+ ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে

Redmi Note 11 Pro+ স্মার্টফোন আসছে 120Hz রিফ্রেশ রেটের স্ক্রিনের সাথে। এই ডিভাইসের টাচ স্যাম্পেল রেট রয়েছে 320Hz। এই হ্যান্ডসেট আসছে 6.67 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লের সঙ্গে।

প্রসেসর

Redmi Note 11 Pro+ কাজ করবে মিডিয়াটেক প্রসেসরে। যেখানে রয়েছে Dimensity 920 SoC চিপসেট।

স্টোরেজ

Redmi Note 11 Pro+ আসছে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সঙ্গে-

• 6GB RAM +128GB স্টোরেজ।
• 8GB RAM +128GB স্টোরেজ এবং
• 8GB RAM+256GB স্টোরেজ।

ক্যামেরা

Redmi Note 11 Pro+ মডেলে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে 8MP আলট্রা ওয়াইড লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স। ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 16MP সেলফি শুটার। এছাড়া প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 108MP ক্যামেরা।

ব্যাটারি

এই ডিভাইস আসছে 12W ফাস্ট চার্জের সাপোর্টের সাথে। এছাড়া ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 4,500 mAh। রেডমি জানিয়েছে যে Redmi Note 11 Pro+ ফোনে ফুল চার্জ হতে সময় লাগবে মাত্র 15 মিনিট।

Digit.in
Logo
Digit.in
Logo