Redmi Note 11 T 5G নামে ভারতে লঞ্চ হবে Redmi Note 11, জেনে নিন স্পেসিফিকেশন

Redmi Note 11 T 5G নামে ভারতে লঞ্চ হবে Redmi Note 11, জেনে নিন স্পেসিফিকেশন
HIGHLIGHTS

Redmi Note 11 T 5G ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ করবে

এটি Redmi Note 11 সিরিজের বেস ভ্যারিয়েন্টের রি-ব্র্যান্ডেড ভার্সন

Redmi Note 11 T 5G ফোনের কোডনেম ‘Evergoin’

Redmi Note 11 সিরিজ ইন্ডিয়ান টেক মার্কেটে লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি। এই ফ্ল্যাগশিপ সিরিজ চাইনিজ মার্কেটে লঞ্চ করে গিয়েছে। সিরিজে আসছে Redmi Note 11, Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro+ মডেল। জানা যাচ্ছে যে ভারতে Redmi Note 11 5G বেস মডেল লঞ্চ করতে চলেছে Redmi Note 11 T 5G নামে।

কিছুদিন আগে প্রকাশিত রিপোর্টে জানা Redmi Note 11 Pro মডেল ভারতে লঞ্চ করবে Xiaomi 11i নামে। Redmi Note 11 Pro+ লঞ্চের সময় নাম হবে Xiaomi 11i HyperCharge। এখন টুইটারে টিপসটার Kacper Skrzypek জানিয়েছেন যে Redmi Note 11 ফোন ভারতে লঞ্চ হতে পারে Redmi Note 11 T 5G নামে।

প্রসঙ্গত বিভিন্ন সার্টিফিকেশন সাইটে Redmi Note 11 বেস ভ্যারিয়েন্ট মডেলের কোডনেম হিসেবে দেখা গিয়েছে ‘Evergoin’ । তবে এখনও এই নতুন নামে ভারতে Redmi Note 11 সিরিজের মডেলগুলি লঞ্চের ব্যাপারে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

Redmi Note 11 5G ফোনের স্পেসিফিকেশন-

  • Redmi Note 11 5G মোবাইল আসছে LCD ডিসপ্লের সঙ্গে।
  • এই ফোনে রয়েছে অ্যামোলয়েড প্যানেল এবং স্ক্রিন রিফ্রেশ রেট রয়েছে 90Hz ।
  • এই হ্যান্ডসেট কাজ করবে মিডিয়াটেক Dimensity 810 চিপসেটে।
  • ক্যামেরা ফিচার হিসেবে এই স্মার্টফোনে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা।
  • সেকেন্ডারি ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে 8MP সেন্সর।
  • এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে 13MP সেন্সর।
  • ব্যাটারি ফিচার হিসেবে এতে রয়েছে 5,000mAh ব্যাটারি। সেইসঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জের সাপোর্ট।

Digit.in
Logo
Digit.in
Logo