REDMI K30 ফোনটি বিশ্বের প্রথম হাই রেজিলিউশান ইমেজ সেন্সার ফোন হিসাবে আসবে

REDMI K30 ফোনটি বিশ্বের প্রথম হাই রেজিলিউশান ইমেজ সেন্সার ফোন হিসাবে আসবে
HIGHLIGHTS

ফোনে থাকবে 60MP র ক্যামেরা লেন্স

বিশ্বের প্রথম হাই রেজিলিউশান ক্যামেরা ফোন হিসাবে আসবে

শাওমির রেডমি K30 ফোনটির বিষয়ে একাধিক লিক পাওয়া যাচ্ছে আর কোম্পানির G.m লু ওয়েবিয়ং জানিয়েছেন যে এই ফোনটি বিশ্বের প্রথম ফোন হবে যা হাই রেজিলিউশানের ক্যামেরা দেবে। আর এর সঙ্গে এই ফোনের বিষয়ে আর কিছু জানা জায়নি। মনে করা হচ্ছে যে এই ফোনে Sony IMX686 সেন্সার থাকবে।

আর কোম্পানির অফিসিয়ালি এই বিষয়ে কিছু জানায়নি তবে আশা করা হচ্ছে যে এই ডিভাইসে 60MP র ক্যামেরা থাকবে। আর এই ফোনে ডুয়াল পাঞ্চ হোল ক্যামেরা থাকতে পারে। আর এই ফোনে এর সঙ্গে ফ্রন্টে সেলফি ক্যামেরা থাকবে।

 

এর আগের কিছু লিক অনুসারে এই ফোনে ওভাল শেপড পাঞ্চ হোল ক্যামেরা থাকবে আর ডিভাইসে 5G সাপোর্ট থাকবে। আর এই ফোনটি স্ন্যাপড্র্যাগন 730 চিপসেটের সঙ্গে আসবে নাকি স্ন্যাপড্র্যাগন 730G র সঙ্গে আসবে। আর এই ফ্ল্যাগশিপ ফোনটিতে অ্যাড্রিনো 618 GPU আছে।

আর লিক স্পেক্স অনুসারে এই ফোনে 6.66 ইঞ্চির ডিসপ্লে থাকবে যার রিফ্রেশ রেট 120GHz হবে। আর এই ফোনটি স্মুথ ইন্টারফেসের সঙ্গে আসবে। Redmi K20 ফোনে আপনারা স্ন্যাপড্র্যাগন 800 সিরিজের সঙ্গে আসবে। শাওমির CEO Lei Jun জানিয়েছেন যে Redmi K30 MIUI 11য়ের সঙ্গে লঞ্চ হবে।

Digit.in
Logo
Digit.in
Logo