কোম্পানি জানিয়েছে যে REDMI K30 5G ফোনটি 2020 সালে লঞ্চ হবে

কোম্পানি জানিয়েছে যে  REDMI K30 5G ফোনটি 2020 সালে লঞ্চ হবে
HIGHLIGHTS

Redmi K30 ফোনটি 5G কানেকশানের সঙ্গে আসবে

সোশাল মিডিয়া ওয়েবোতে এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে

রেডমি সম্প্রতি তাদের Redmi K30 স্মার্টফোনটির বিষয়ে কিছু জিনিস জানিয়েছে। এই ফোনটি Redmi K20 র জায়গা নেবে। আর এই ফোনটি 5G কানেকশানের সঙ্গে আসবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি রেডমির CEO Lu Weibing র সোশাল মিডিয়া পোস্ট থেকে জানা গেছে যে Redmi K20 2020 সালে আসবে।

Weibing চিনের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েবোতে China Mobile 2019 Global Partner কনফারেন্সে রেডমির পার্টিশিপেশান বিষয়ে বলেছিলেন। আর তিনি সেখানে তাদের পরবর্তী Redmi K30 ফোনের বিষয়ে জানিয়েছেন। আর গুগলে এই পোস্ট ট্রান্সলেট করার পরে “In 2020, Redmi is a 5G pioneer. See you at K30!” জানা গেছে। আর পোস্ট থেকে এটাও জানা গেছে যে রেডমি K30 2020 সালে লঞ্চ করা হবে।

এর আগের টিজার অনুসারে Redmi K30 ফোনটি দেখতে অনেকটা স্যামসাং গ্যালাক্সি S10+ য়ের মতন হবে। আর এই ফোনের ফ্রন্টের দিকটি দেখতে স্যামসাং ফোনের মতন হবে। আর রেডমির K30 ফোনটি একটি সস্তার 5G ফোন হিসাবে আসবে।

এর আগের টিজার দেখে বলা যায় যে Redmi K30 ফোনটি দেখতে Samsung Galaxy S10+ য়ের জায়গা নেবে আর ডিভাইসের ফ্রন্ট লিক স্যামসাং ফোনের মতন হবে। আর রেডমির K30 স্মার্টফোনে সব থেকে সস্তার 5G ফোন হিসাবে আসবে।

Redmi K30 ফোনে আপনারা কি কি পাবেন সেই বিষয়ে বেশি কিছু জানা জায়নি তবে এই ডিভাইসটি Redmi K20 সিরিজের মতন 6.39 ইঞ্চির ডিসপ্লে বা বড় ডিসপ্লের সঙ্গে আসবে। আর এই ফোনে MIUI 11 আসতে পারে। আর এই ফোনে অ্যান্ড্রয়েড বেসড লেটেস্ট সফটোয়য়ার থাকবে।আর সম্প্রতি Redmi 8, Redmi 8A, আর  Redmi 4 য়ের নতুন সফটিয়্যার আপডটে পেয়েছে।

Digit.in
Logo
Digit.in
Logo