REDMI K20 PRO র অ্যান্ড্রয়েড 10 আপডেট ভারতে এল

REDMI K20 PRO র অ্যান্ড্রয়েড 10 আপডেট ভারতে এল
HIGHLIGHTS

6.39 ইঞ্চির AMOLED ডিসপ্লের ফোন

ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855

সেপ্টেম্বরের প্রথমে গুগল তাদের পিক্সাল ডিভাইসের সঙ্গে থার্ড পার্টি ডিভাইসের জন্য অ্যান্ড্রয়েড 10 য়ের আপডেট রোল আউট করেছে। আর এর মধ্যে শাওমির Redmi K20 Pro র চিনের এডিশান ছিল। আর এবার এক্রতি সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে যে, বেশ কিছু ভারতীয় Redmi K20 Pro গ্রাহকরা MI ফোরামে বলেছেন যে তারা Redmi K20 Pro ফোনে অ্যান্ড্রয়েড 10 নির্ভর MIUI 10 য়ের স্টেবেল আপডটে পেয়েছেন।

অ্যান্ড্রয়েড 10 য়ের আপডেট Xiaomi Redmi K20 Pro গ্রাহকরা MIUI v10.4.8 QFKINXMর সঙ্গে 2.2GB সাইজে পাচ্ছেব। চেনলগ অনুসারে Redmi K20 Pro ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 10 আপডেটে ডার্ক থিম, জেসচার নির্ভর নোটিফিকেশান যুক্ত। আর এর সঙ্গে গ্রাহকরা তাদের দরকার অনুসারে নোটিফিকেশান আরও ভাল করতে পারবেন। আর এর সঙ্গে ভাল পারমিশান ম্যানেজার, ডিজিটাল ওয়েবলিং, ফ্রন্ট ক্যামেরা এফেক্ট আর অ্যাম্বিয়েন্ট ডিসপ্লে প্রিসেটে ফিচার্স এই আপডেটের সঙ্গে এসেছে।

Redmi K20 Pro র স্পেসিফিকেশান

Redmi K20 Pro ফোনটিতে আপনারা 6.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে 7th জেনারেশানের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855। আর এই ফোনে আপনারা পাবেন অ্যাড্রিনো 640। আর ফোনে আছে 2nd জেনারেশানের গেম টার্বো ফিচার।

মোবাইল ফোনে আপনারা ট্রিপেল রেয়ার ক্যামেরার সঙ্গে 20MP র পপ আপ সেলফি ক্যামেরা পাবেন। ব্যাটারির ক্ষেত্রে এই ফোনে আছে একটি 4000mAh য়ের ব্যাটারি যা 27W চার্জিং সাপোর্ট করে।

Digit.in
Logo
Digit.in
Logo