Redmi 7 4000mAh য়ের ব্যাটারির সঙ্গে 18 মার্চ লঞ্চ করা হবে

Redmi 7 4000mAh য়ের ব্যাটারির সঙ্গে 18 মার্চ লঞ্চ করা হবে
HIGHLIGHTS

Redmi 7 ফোনটি চিনে Redmi Note 7 য়ের নীচের ভার্সান হিসাবে লঞ্চ করা হতে পারে আর লঞ্চের আগে এই ডিভাইসের বিষয়ে একাধিক লিক সামনে এসেছে, নতুন রিপোর্ট অনুসারে জানা গেছে যে এই ডিভাইসটি 4000mAh য়ের ব্যাটারির সঙ্গে আসবে

হাইলাইট

  • 4000mAh য়ের ব্যাটারির সঙ্গে Redmi 7 ফোনটি আসবে
  • 799 Yuan বা 8,000 টাকায় এই ফোনটি আসবে
  • এই ফোনে ডুয়াল সিম আর ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট থাকবে

 

Xiaomi চিনে 18 মার্চ তাদের নতুন স্মার্টফোন Redmi 7 লঞ্চ করবে। আর এই ফোনে আপনারা 4000mAh  য়ের ব্যাটারি পাবেন। Redmi 7 ফোনটি র সঙ্গে Redmi Note 7 Pro ফোনের মতন একই ব্যাটারি রাখা হয়েছে। আর এর আগের বারের Redmi 6 ফোনে সেখানে 3000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

Redmi 7 স্মার্টফোনটিতে 6.2 ইঞ্চির একটি HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হবে আর যা 2.5D কার্ভড টেম্পার্ড গ্লাস প্রোটেকশান দেওয়া হবে। আর এই স্মার্টফোনটি স্ন্যাপড্র্যাগন 632 প্রসেসারের সঙ্গে লঞ্চ করা হতে পারে আর যা ইউজার্সরা 2GB/3GB/4GB র‍্যাম আর 16GB/32GB/64GB স্টোরেজ ভেরিয়েন্টে আসবে বলে মনে করা হচ্ছে। Redmi 7 ফোনটিতে ডুয়াল সিম কার্ড স্লট আর একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড দেওয়া হয়েছে।

স্মার্টফোনে একটি 12+8 মেগাপিক্সলাএর ডুয়াল রেয়ার ক্যামেরা আর 13 মেগাপিক্সালের সেলফি ক্যামেরা থাকতে পারে আর যা 1080p ভিডিও রেকর্ডিং কম্প্যালেবিলিটির সঙ্গে আসবে।

এই স্মার্টফোনে একটি বড় ব্যাটারি থাকতে পারে আর সম্প্রতি জানা গেছে যে এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে না। আর ডিভাইসের চার্জিং ডাটা ট্রান্সফারের জন্য মাইক্রো USB পোর্ট দেওয়া হবে আর ফোনে একটি ডেডিকেটেড 3.5mm হেডফোন জ্যাক থাকবে। Redmi 7 ফোনটি অ্যান্ড্রয়েড 9 নির্ভর MIUIU 10 য়ে কাজ করবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo