ফ্লিপকার্টে REALME 5, REALME 5 PRO টিজ করা হয়েছে আর এগুলি ‘রিয়েলমির 5 সিরজ’ য়ের ফোন হিসাবে আসবে

ফ্লিপকার্টে REALME 5, REALME 5 PRO টিজ করা হয়েছে আর এগুলি ‘রিয়েলমির 5 সিরজ’ য়ের ফোন হিসাবে আসবে
HIGHLIGHTS

ভারতে 20 আগস্ট রিয়েলমি 5 সিরিজের ফোন আসবে

এই ফোনে কোয়াড ক্যামেরা থাকবে

ফোনগুলি ফ্লিপকার্টে পাওয়া যাবে

রিয়েলমি জানিয়েছে যে তারা তাদের Relame 5 সিরিজ দিল্লিতে 20 আগস্ট লঞ্চ করবে। আর কোম্পানি ‘ল্যাপ কোয়াড ক্যামেরা’ ট্যাগলাইন ব্যাবহার করেছে কারন এই সিরিজের ফোনে কোম্পানি প্রথমবার কোয়াড ক্যামেরা দেবে। আর কোম্পানি এর মধ্যে জানিয়েছে যে তারা স্যামসাংয়ের 64MP প্রাইমারি ক্যামেরার ফোন আনবে। আর এই ডিভাইস ভারতে ফ্লিপকার্টে পাওয়া যাবে।

ফ্লিপকার্টের খবর অনুসারে এই ফোনে কোয়াড ক্যামের সেটআঅপ থাকবে আর এটি ‘পারফেক্ট’ লো লাইট ছবি তুলতে পারবে। তবে আপনাদের একটা জিনিস স্পস্ট করে বলে রাখি যে কোম্পানি নিশ্চিত করে কিছু বলেনি যে Realme 5 সিরিজে কোম্পানি 64MP র ক্যামেরা আনবে। আর এই ফোনে একটি আল্ট্রা ওইয়াইড ক্যামেরা থাকবে যা 119 ডিগ্রি ফিল্ড ভিউ দেয়। আর সুপার ম্যাক্রো লেন্স 4cm মাইক্রোপিস ফোকাল লেংথ দেয়। এই চতুর্থ লেন্স পোট্রেট ইমেজের জন্য আসবে।

এর আগে রিয়েলমি ক্যামেরা টেক নিয়ে একটি অনুষ্ঠান করে আর সেখানে কোম্পানির CEO তাঁর টুইটার হ্যান্ডেলের নাম ‘Madhav 5’ করেন  ‘Madhav X ‘ থেকে। আর এর থেকে মনে করা হচ্ছে যে এই ফোনের নাম হবে Relame 5 । কারন চিনা সংস্কৃতি অনুসারে 4 আনলাকি নাম্বার।

আর এর আগে শেঠ জানিয়েছিলেন যে তারা স্যামসাংয়ের ব্রাইট GW1 সেন্সারের ওপরে একটি 64MP ক্যামেরা ফোনের কাজ করছেন।

Digit.in
Logo
Digit.in
Logo