REALME XT VS REALME X : দুই রিয়েলমি ফোনের মধ্যে পার্থক্য

HIGHLIGHTS

Realme XT ফোনটি ভারতের প্রথম 64MP ক্যামেরার ফোন

Realme X কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ ফোন

Realme X 48MP র মেন ক্যামেরা যুক্ত ফোন

REALME XT VS REALME X : দুই রিয়েলমি ফোনের মধ্যে পার্থক্য

ভারতে আজকে সবে রিয়েলমি তাদের 64MP র রেয়ার ক্যামেরা যুক্ত ফোন Relmae XT লঞ্চ করে দিয়েছে। এটি ভারতে লঞ্চ হওয়া প্রথম ফোন যা 64MP র ক্যামেরার সঙ্গে এসেছে। এই ফোনে আছে কোয়াড রেয়ার ক্যামেরা। এটি কোম্পানির ফ্ল্যাগশিপ ডিভাইস। আর এর সঙ্গে আমরা কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ ডিভাইস Relame X য়ের একটি তুলনামূলক আলোচনা আজকে এখানে করে দেখব।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme XT আর Realme X য়ের ডিজাইন অপারেটিং সিস্টেম

Relame Xt ফোনটিতে আপনারা 6.4 ইঞ্চির AMOLED স্ক্রিন দেওয়া হয়েছে আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। ফোনটিতে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে।

আর Realme X ফোনে আপনারা একটি 6.5 ইঞ্চির ডিসপ্লে পাবেন আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনেও আছে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান।

Relmae Xt ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর কালার OS য়ে চলে আর Realme X ফোনটিই অ্যান্ড্রয়েড 9পাই নির্ভর কালার OS 6 য়ে চলে।Realme XT ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 712E আছে আর সেখানে Relmae X ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 পাবেন।

Relame XT আর Realme X ফোনের র‍্যাম আর সস্টোরেজের পার্থক্য

ভারতে Relame X ফোনটি তিনটটি স্টোরেজ আর তিনটি  র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এই ফোনটি 4GB/64GB, 6GB/64GB আর 8GB/128GB তে লঞ্চ করা হয়েছে। আর সেখানে Relame X ফোনটি আপনারা 4GB,6GB, 8GB র‍্যামে এসেছে আর এই ফোনের স্টোরেজ 64GB, 128Gb আর 256GB র।

Realme XT আর Realme X য়ের ক্যামেরা আর ব্যাটারি

Realme XT ফোনে আছে কোয়াড ক্যামেরা যা 64MP র মেন ক্যামেরা f/1.17 অ্যাপার্চারের সঙ্গে 8MP র আল্ট্রা ওয়াইড ক্যামেরা আর 2<MP র একটি ম্যাক্রো ক্যামেরা আর একটি 2MP র ডেপথ সেন্সার ক্যামেরার সঙ্গে এসেছে। আর এই ফোনের ফ্রন্টে আছে একটি 16MP র ক্যামেরা।

আর Realme X ফোনে আপনারা 48MP র মেন ক্যামেরার সঙ্গে একটি 5MP র ক্যামেরা পাবেন। আর এই ফোনের ফ্রন্টে আছে একটি 16MP র ক্যামেরা।

Realme XT ফোনে 4000mAh য়ের ব্যাটারি আছে আর এটি 20W ফাস্ট চার্জ সাপোর্ট করে এটি VOOC 3.0 যুক্ত।

Realme X ফোনে আপনারা পাবেন একটি 3765mAh য়ের ব্যাটারি আর এটি 20W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে VOCC 3.0 সাপোর্ট করে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo