REALME X50 5G ফোনটি খুব তাড়াতাড়ি ডুয়াল সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হবে

REALME X50 5G ফোনটি খুব তাড়াতাড়ি ডুয়াল সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হবে
HIGHLIGHTS

ফোনে ডুয়াল মোড 5G সাপোর্ট থাকবে

কোয়াল্কমের 5G SoC যুক্ত হবে

রিয়েলমি সামনের বছর তাদের 5G স্মার্টফোন লঞ্চ করবে। আর জানা গেছে যে রিয়েলমির প্রথম 5G ফোন Realme X50 5G নামে আসবে। রিয়েলমি চিনের CMO Xu Qi Chase ওয়েবো পোস্টে বলেছেন যে রিয়েলমি খুব তাড়াতাড়ি তাদের X50 5G ফোন নিয়ে আসবে। আর এই পোস্ট থেকে এও জানা গেছে যে Realme X50 5G ফোনে ডুয়াল মোড 5G সাপোর্ট থাকবে। আর এর মানে এই যে আপনারা Standalone (SA) আর Non-Standalone (NSA)  মোডের সাপোর্ট পাবেন।

ইমেজের ভিত্তিতে বলা যায় যে Realme X50 ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে আর এই পাঞ্চ হোল ডিসপ্লের বাঁদিকে আর এর দুটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকবে। রিপোর্ট অনুসারে কোম্পানি তাদের প্রথম স্মার্টফোন কোয়াল্কম ইন্টিগ্রেটেড 5G SoCর সঙ্গে লঞ্চ করবে।

আর এর সঙ্গে কোম্পানি তাদের পরবর্তী স্মার্টফোনের বিষয়ে বেশ কিছু ডিটেল শেয়ার করেনি। Realme 5G প্রথমে চিনে আসবে।

Realme X50 5G ফোনের সঙ্গে আসতে চলা Redmi K30 5Gর প্রতিযোগিতা হবে যা একই ডিসপ্লের সঙ্গে আসবে। আর শাওমির Redmi K30 5G ফোন ডিসেম্বর মাসে লঞ্চ করা হতে পারে। আর সেখানে Realme X50 কবে লঞ্চ হবে তা এখনও জানা জায়নি।তবে এবার ধিরে ধিরে Realme X50 ফোনের বিষয়ে আরও খবর সামনে আসবে বলে অনুমান করা হচ্ছে।

ভায়াঃ

Digit.in
Logo
Digit.in
Logo