নতুন কালার ভেরিয়েন্টে লঞ্চ হল Realme X2

নতুন কালার ভেরিয়েন্টে লঞ্চ হল Realme X2
HIGHLIGHTS

চিনে Realme X2 ফোনের নতুন অ্যাভোক্যাডো কালার ভেরিয়েন্ট লঞ্চ হল

এই ফোনটি দুটি র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে

ফোনটি ভারতে এই মাসে Realme XT 730G নামে লঞ্চ করা হতে পারে

রিয়েলমির প্রথম 64MP র ক্যামেরা স্মার্টফোন Realme X2 র নতুন একটি কালার ভেরিয়েন্ট এসেছে। কোম্পানি চিনে এই ফোনের অ্যাভোকাড কালার ভেরিয়েন্ট লঞ্চ করেছে। কোম্পানির এই ভেরিয়েন্টটি চিনে লঞ্চ করেছে। আর এই ফোনটির প্রথম সেল 1-4 ডিসেম্বর পর্যন্ত হবে। আর এই Realme XT ফোনটি ভারতে Realme XT 730G নামে লঞ্চ করা হবে বলে শোনা গেছে।

IndiaShopps অনুসারে এই Realme X2 ফোনের অ্যাভাকেড কালার ভেরিয়েন্টে 8GB র‍্যাম আর 128GB স্টোরেজ আছে। আর এই ফোনটি চিনে RMB 1,699 (প্রায় 17,400 টাকা) তে লঞ্চ করা হবে। আর এই ভেরিয়েন্টে কালার ছাড়া ডিজাইন আর স্পেক্স একই।

Realme X2 ফোনের স্পেসিফিকেশান

Realme X2 ফোনে আপনারা 6.4 ইঞ্চির S-AMOLED ডিসপ্লে আছে। আর এই ফোনের অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। আর এই ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 730G চিপসেট পাবেন। আর এই ফোনে আছে 32MP র সেলফি ক্যামেরফা। আর এই ফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যা মেন 64MP র ক্যামেরার সঙ্গে 8MP র একটি আর দুটি 2Mp র ক্যামেরা দিচ্ছে। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর অপারেটিং সিস্টেম যুক্ত ColorOS6.1আছে। আর এই ফোনে আপনারা একটি 4,000mAh য়ের ব্যাটারি পাবেন।

Realme X2 র দাম

Realme X2 ফোনটি এর আগে স্টার ম্যাপ ব্লু আর সিলভার ইউং হোয়াইট কালারে লঞ্চ করা হয়েছিল। আর এই ফোনটির 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরফিয়েন্টের দাম 1,599 Yuan (প্রায় 15,911 টাকা)। আর সেখানে এই ফোনের 8GB র‍্যাম আর 128GB স্টোরেজের দাম 1,899 Yuan (প্রায় 18,898 টাকা)।  

নোটঃ ছবিটি একটি কাল্পনিক ছবি

Digit.in
Logo
Digit.in
Logo