স্ন্যাপড্র্যাগন 865 আর 765G SOC র সঙ্গে আসবে REALME র নতুন ফোন

স্ন্যাপড্র্যাগন 865 আর 765G SOC র সঙ্গে আসবে REALME র নতুন ফোন
HIGHLIGHTS

রিয়েলমি স্ন্যাপড্র্যাগন 865 আর 765G SC যুক্ত ফোন আনবে

Realme X50 কোম্পানির প্রথম 5G ফোন হবে

কোয়াল্কম তাদের স্ন্যাপড্র্যাগন 865, 765আর 765 5G র লেটেস্ট মোবাইল প্ল্যাটফর্ম নিয়ে এসেছে। Nokia, Oppo, Xiaomi  আর  Motorolaর মতন  নতুন চিপসেটের সঙ্গে তাদের ফোনে আনার কথা বলেছে আর এবার সেই তালিকায় নিজেদের নাম লেখালো রিয়েলমি। কোম্পানির দুটি নতুন স্মার্টফোনে স্ন্যাপড্র্যাগন  865 আর  765G SoCsয়ের সঙ্গে লঞ্চ করবে। রিয়েলমির চিফ মার্কেটিং অফিসার Xu Qi Chase, Weiboতে জানিয়েছে যে রিয়েলমির প্রথম কোম্পানি হবে যা স্ন্যাপড্র্যাগন 865 আর 765G র সঙ্গে ফোন লঞ্চ করবে।

শাওমি আগেই জানিয়েছে যে তারা তাদের নতুন Mi 10 ফ্ল্যাগশিপ ডিভাইসটি স্ন্যাপড্র্যাগন 865 SoC র সঙ্গে 2020 র প্রথম কোয়াটারে লঞ্চ করবে। আর ওপ্পো এর আগে জানিয়েছে যে 2020 র প্রথম কোয়াটারে কোম্পানি তাদের ফোন স্ন্যাপড্র্যাগন 865 য়ের সঙ্গে আনবে।

5G নেটওয়ার্ক লঞ্চ হওয়ার আগে স্মার্টফোন কোম্পানি 5G ব্যান্ডনেম আনার তোড়জোড় করছে। আর ওপরে যে ফোনের বিষয়ে বলা হয়েছে যা তাড়াতাড়ি সামনের মাসে চিনে লঞ্চ করা হতে পারে। আর এটি দেখতে হবে যে এই ডিভাইসটি ভারতে কবের মধ্যে লঞ্চ করা হবে।

একটি সাম্প্রতি রিপোর্ট অনুসারে Realme X50 কে 90Hz টি 6.44 ইঞ্চির AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ করবে আর এই ডিভাইসটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 735 SoC যুক্ত হবে। আর এইফনে 8GB র‍্যাম আর 256GB স্টোরেজ থাকবে আর এই ফোনে আপনারা কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ পাবেন। আর এই ফোনটিতে হয়ত 60MP র Sony IMX686  প্রাইমারি সেন্সার দেওয়া হবে। আর এই ফোনে একটি 8Mp র ওয়াইড ক্যামেরা থাকতে পারে আর এর সঙ্গে এই ফোনে আপনারা 2মেগাপিক্সালের ম্যাক্রো আর 2মেগাপিক্সালের পোট্রেড লেন্স পাবেন। আর এই Realme X50 ফোনে ডুয়াল সেলফি ক্যামেরা থাকতে পারে আর এর মধ্যে একটি 32MP র ক্যামেরা থাকতে পারে আর অন্যটি 8MP র ক্যামেরা হতে পারে।

Digit.in
Logo
Digit.in
Logo