7000 ব্যাটারি সহ Realme P4 5G ফোনের আজ সেল, 20 হাজার টাকা দামের এই ফোনে কী রয়েছে বিশেষ জানুন
Realme P4 5G আজ 25 আগস্ট ভারতে প্রথমবার বিক্রি করা হবে। রিয়েলমি পি৪ ৫জি ফোনটি ভারতে গত সপ্তাহ Realme P4 Pro 5G এর সাথে বাজারে লঞ্চ হয়ছিল। রিয়েলমি পি৪ ৫জি ফোনে ডুয়াল চিপসেট MediaTek SoC and Hyper Vision AI দেওয়া হয়েছে। রিয়েলমি পি৪ ৫জি ফোনটি ভারতে 20 হাজার টাকার সেগামেন্টে আসে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি পি৪ ৫জি ফোনের দাম কত এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
Surveyভারতে Realme P4 5G ফোনের দাম কত
আজ রিয়েলমি পি৪ ৫জি ফোনটি দুপুর 12টা থেকে Flipkart, Realme e-store এবং কিছু রিটেল স্টোর থেকে বিক্রি করা হবে। রিয়েলমি পি৪ ৫জি ফোনটি Engine Blue, Forge Red এবং Steel Grey কালার অপশনে কেনা যাবে। ভারতে রিয়েলমি পি৪ ৫জি ফোনের দাম 18,499 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের বেস মডেল 6GB RAM+128GB কেনা যাবে।
এছাড়, রিয়েলমি পি৪ ৫জি ফোনটি 8GB/128GB এবং 8GB/256GB স্টোরেজ সহ আসে। এটির দাম 19,499 এবং 21,499 টাকা রাখা হয়েছে। কোম্পানি গ্রাহকদের কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 2500 টাকার ইনস্ট্যান্ট ছাড় দিচ্ছে।

রিয়েলমি পি৪ ৫জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী
ফিচারের কথা বললে, রিয়েলমি পি৪ ৫জি ফোনে রয়েছে 6.77-ইঞ্চি Full HD AMOLED ডিসপ্লে দেওয়া। এটি 144Hz রিফ্রেশ রেট, HDR10+ এবং 4500 নিট পিক ব্রাইটনেস অফার করে।
প্রসেসর হিসেবে রিয়লমি পি৪ ৫জি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আল্ট্রা চিপসেটে কাজ করে যা 4nm প্রসেসে তৈরি হয়। মাল্টিটাস্কিং পারফরম্যান্সের জন্য ফোনটি 8GB RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ পেয়ার করা। এটি Android 15 অপারেটিং সিস্টামে চলে।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়লমি পি৪ ৫জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এটি 50 মেগাপিক্সেল OV50D40 মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স সহ আসে। ফ্রন্টে 16 মেগাপিক্সেল Sony IMX480 সেলফি শুটার সহ 4K ভিডিও সাপোর্ট করে।
পাওয়ার দিতে রিয়েলমি পি৪ ৫জি ফোনটি বিশাল 7000mAh ব্যাটারি সহ 80W ফাস্ট চার্জিং অফার করে। যার একবার চার্জে অনেক সময় পর্যন্ত চলবে।
আরও পড়ুন: 43 ইঞ্চি স্ক্রিন সহ Smart TV তে দেদার ছাড়, বাড়িতে মিলবে থিয়েটার এর মজা, সবচেয়ে সস্তা 14000 টাকার
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile