শক্তিশালী 7200mAh ব্যাটারি এবং 16GB RAM সহ পাওয়ার হাউস Realme Neo 7 Turbo লঞ্চ, জানুন কত দাম এবং ফিচার কী

HIGHLIGHTS

রিয়েলমি চীনে তার নতুন ফ্ল্যাগশিপ লেভল স্মার্টফোন Realme Neo 7 Turbo লঞ্চ করে দিয়েছে

রিয়েলমি নিও ৭ টার্বো চীনে একাধিক স্টোরেজ ভ্যারিয়্যান্টে আনা হয়েছে

Realme Neo 7 Turbo বেস ভ্যারিয়্যান্ট 12GB RAM+256GB স্টোরেজ সহ আসে যার দাম 1999 ইউয়ান (প্রায় 23,700 টাকা) রাখা হয়েছে

রিয়েলমি নিও ৭ টার্বো ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল 100W ফাস্ট চার্জিং সহ 7200mAh বড় ব্যাটারি

Realme Neo 7 Turbo ফোনটি 31 মে থেকে চীনে কেনা যাবে এবং প্রিঅর্ডার এখন নেওয়া হচ্ছে

শক্তিশালী 7200mAh ব্যাটারি এবং 16GB RAM সহ পাওয়ার হাউস Realme Neo 7 Turbo লঞ্চ, জানুন কত দাম এবং ফিচার কী

রিয়েলমি চীনে তার নতুন ফ্ল্যাগশিপ লেভল স্মার্টফোন Realme Neo 7 Turbo লঞ্চ করে দিয়েছে। কোম্পানি আগেই লেটেস্ট রিয়েলমি ফোনের টিজার প্রকাশ করে দিয়েছিল এবং এখন এটিকে অফিসিয়ালভাবে চালু করে দিয়েছে। এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল যে রিয়েলমি ফোনে 1.5K OLED ডিসপ্লে, 144Hz রিফ্রেশ রেট, Dimensity 9400e চিপসেট এবং 100W ফাস্ট চার্জিং সহ 7200mAh বড় ব্যাটারি। কোম্পানির অনুযায়ী রিয়েলমি নিও ৭ টার্বো ফোন AnTuTu তে 24.5 লক্ষের বেশি স্কোর করেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme Neo 7 Turbo ফোনের দাম কত এবং বিক্রি কবে

দামের কথা বললে, রিয়েলমি নিও ৭ টার্বো চীনে একাধিক স্টোরেজ ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। বেস ভ্যারিয়্যান্ট 12GB RAM+256GB স্টোরেজ সহ আসে যার দাম 1999 ইউয়ান (প্রায় 23,700 টাকা) রাখা হয়েছে। এছাড়া 16GB+256GB স্টোরেজ মডেলের দাম 2299 ইউয়ান (প্রায় 27,300 টাকা), 12GB+512GB ভ্যারিয়্যান্ট 2499 ইউয়ান (প্রায় 29,650 টাকা) এবং টপ মডেলটি 16GB+512GB মডেলের 2699 ইউয়ান (প্রায় 32,000 টাকা) দামে কেনা যাবে।

আরও পড়ুন: 15000 টাকার কম দামে কিনুন 6500mAh পর্যন্ত ব্যাটারি এবং দুর্ধর্ষ ক্যামেরা সহ বেস্ট 5G Smartphone, এর চেয়ে ভাল ডিল মিলবে না আর!

Realme Neo 7 Turbo Launched

রিয়েলমি নিও ৭ টার্বো ফোনটি 31 মে থেকে চীনে কেনা যাবে এবং প্রিঅর্ডার এখন নেওয়া হচ্ছে।

রিয়েলমি নিও ৭ টার্বো ফোনের স্পেসিফিকেশন কেমন হবে

ফিচারের কথা বললে, নিও ৭ টার্বো ফোনে 6.78 ইঞ্চির 1.5K OLED স্ক্রিন পাওয়া যাবে। এতে 144Hz রিফ্রেশ রেট, 6500 নিট পিক ব্রাইটনেস এবং 4608Hz PWM ডিমিং সাপোর্ট করে। প্রসেসর হিসেবে রিয়েলমি ফোনে MediaTek Dimensity 9400e চিপসেট অফার করা হয়েছে। এতে Immortalis-G720 GPU দেওয়া।

এই ফোন Android 15 অপারেটিং সিস্টাম ভিত্তিক Realme UI 6.0 সহ আসে। ফোনে GT Performance Engine 2.0 এবং গ্রাফিন সেরা ডুয়াল লেয়ার কুলিং সিস্টাম দেওয়া, যেখানে 7700mm² ভেপার চেম্বর রয়েছে।

পাওয়ার দিতে রিয়েলমি নিও ৭ টার্বো ফোনে সবচেয়ে বড় ব্যাটারি 7200mAh এর দেওয়া। এটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি যে এই ফোনটি মাত্র 19 মিনিটে 50 শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে।

আরও পড়ুন: মাত্র 5999 টাকার শুরু দামে লঞ্চ হল Lava এর দুটি স্মার্টফোন, 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo