9000 টাকারও কম দামে বিক্রি হচ্ছে Realme 5G ফোন, রয়েছে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি

9000 টাকারও কম দামে বিক্রি হচ্ছে Realme 5G ফোন, রয়েছে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি

10 হাজার টাকার কম দামে Realme এর নতুন ফোন কেনার কথা ভাবছেন তবে, Realme Narzo N65 5G একটি ভাল বিকল্প হতে পারে। আসলে Amazon সাইেট রিয়েলমি নারজো এন65 5জি ফোনে কুপন অফার এবং ব্যাঙ্ক ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি নারজো এন65 ফোনে পাওয়া ডিল এবং অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Realme Narzo N65 5G ফোনের দাম কত এবং অফার কী

অ্যামাজন সাইটে রিয়েলমি নারজো এন65 ফোনের 4GB+128GB মডেলটি 10,499 টাকায় লিস্ট করা। তবে এই ফোনটি গত বছর মে মাসে ভারতে 11,499 টাকায় লঞ্চ করা হয়েছিল। কোম্পানি এই ফোনে 1000 টাকার ছাড় দিচ্ছে। এছাড়া এতে কোম্পানি আরও 1000 টাকার কুপন অফার দিচ্ছে। যার পরে ফোনের দাম কমে 9499 টাকা হয় যাবে।

আরও পড়ুন: 155 টাকার কমে Jio এর তিনটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান, জিও সিনেমার ফ্রি সাবস্ক্রিপশন সহ মিলবে প্রতিদিন ডেটা, সবচেয়ে সস্তা মাত্র 75 টাকার

Realme Narzo N65 5G

ব্যাঙ্ক অফারের কথা বলতে গেলে, ফেডারেল ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্ট 7.5 শতাংশ (1000 টাকা পর্যন্ত) ছাড় পাওয়া যাবে, যার পরে ফোনের দাম আরও কমে 8786 টাকা হয় যাবে।

রিয়েলমি নারজো এন65 5জি ফোনের স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, রিয়েলমি নারজো এন65 5জি ফোনে 6.72-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। পারফরম্যান্সের ক্ষেত্রে রিয়েলমি নারজো ফোনটি MediaTek Dimensity 6300 6nm চিপসেটে চলেব। ফোনটি 6GB পর্যন্ত LPDDR4x RAM সহ আসে, সাথে অতিরিক্ত 6GB ভার্চুয়াল RAM ও রয়েছে।

ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি নারজো এন65 ফোনে Smsung JN1 সেন্সর সহ 50MP রিয়ার ক্যামেরা দেওয়া। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার দিতে রিয়েলমি নারজো এন65 ফোনটি 5000mAh এর ব্যাটারি অফার করে। এটি 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: MediaTek Dimensity 6400 চিপসেট সহ আসা বিশ্বের প্রথম ফোন realme P3x 5G ভারতে লঞ্চ, দাম 15000 টাকার কম

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo