5000mAh ব্যাটারি সহ Realme এর সস্তা বাজেট ফোন হল আরও সস্তা, মাত্র 6598 টাকায় কেনার সুযোগ

HIGHLIGHTS

7 হাজার টাকার দামে নতুন স্মার্টফোন কিনবেন তবে Realme Narzo N61 দুর্দান্ত অফার সহ বিক্রি হচ্ছে

রিয়েলমি নারজো এন৬১ ফোনটি Amazon সাইটে 7498 টাকায় লিস্ট করা হয়েছে

ডিলের সাথে রিয়েলমি নারজো এন৬১ ফোনটি 7 হাজার টাকার কম দামে কেনা যাবে

প্রসেসর হিসেবে রিয়েলমি নারজো এন৬১ ফোনে কোম্পানি Unisoc T612 চিপসেট পাওয়া যাবে

রিয়েলমি নারজো এন৬১ ফোনের সাথে 5000mAh ব্যাটারি দেওয়া। এই ব্যাটারি 10W চার্জিং সাপোর্ট করে

5000mAh ব্যাটারি সহ Realme এর সস্তা বাজেট ফোন হল আরও সস্তা, মাত্র 6598 টাকায় কেনার সুযোগ

7 হাজার টাকার দামে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এটাই সুযোগ। অনলাইন শপিং সাইট Amazon এ Realme Narzo N61 দুর্দান্ত অফার সহ বিক্রি হচ্ছে। রিয়েলমি নারজো এন৬১ ফোনের 4 জিবি RAM এবং 64 জিবি স্টোরেজ মডেলের দাম অ্যামাজন সাইটে 7498 টাকা রাখা হয়েছে। তবে ডিলের সাথে রিয়েলমি নারজো এন৬১ ফোনটি 7 হাজার টাকার কম দামে কেনা যাবে। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় কেনার যাবে রিয়েলমি ফোনটি।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme Narzo N61 ফোনের দাম কত ভারতে এবং অফার

দামের কথা বললে, রিয়েলমি নারজো এন৬১ ফোনটি Amazon সাইটে 7498 টাকায় লিস্ট করা হয়েছে। কোম্পানি এই ফোনে 900 টাকার কুপন ডিসকাউন্ট অফার করছে। যার পরে নারজো এন৬১ ফোনটি 6,598 টাকায় কেনা যাবে।

আরও পড়ুন: Samsung এর সবচেয়ে পাতলা ফোন Galaxy S25 Edge এর বিক্রি শুরু, প্রথম সেলে 12 হাজার টাকার দেদার ছাড়

Realme Narzo N61 get massive discount price under Rs 7000

শুধু তাই নয়, কোম্পানি এই ফোনের সাথে ব্যাঙ্ক অফারও দিচ্ছে যেখানে গ্রাহকরা Canara Bank Credit Card পেমেন্টে 1000 টাকার অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। যার পরে গ্রাহকরা এই ফোনটি আরও কম দামে অর্থাৎ 5,598 টাকা দামে বাড়ি নিয়ে যেতে পারবেন।

রিয়েলমি নারজো এন৬১ ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, রিয়েলমির এই বাজেট ফোনে 6.74-ইঞ্চি ডিসপ্লে পাওয়া যাবে। এই ফোনের ডিসপ্লেতে 1600*720 পিক্সেল রেজোলিউশন, 90Hz রিফ্রেশ রেট, 560 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া। রিয়েলমি ফোনটি 6GB পর্যন্ত LPDDR4x RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ অপশনে আসে। প্রসেসর হিসেবে ফোনে কোম্পানি Unisoc T612 চিপসেট পাওয়া যাবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে আপনি এই ফোনে LED ফ্ল্যাশ সহ 32 মেগাপিক্সেল মেইন ক্যামেরা দেওয়া হয়েছ। সাথে এতে একটি ডেপথ সেন্সরও পাওয়া যাবে। সেলফির ক্ষেত্রে এই ফোনে রয়েছে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার দিতে ফোনের সাথে 5000mAh ব্যাটারি দেওয়া। এই ব্যাটারি 10W চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: WhatsApp এর সিকিউরিটি হবে আরও মজবুত, ডেটা ডিলিট না করেই করা যাবে লগআউট

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo