Realme Narzo 80 Lite 5G with 6000mah battery India first sale on 20 June on Amazon
10 হাজার টাকার কম দামে বড় ব্যাটারি সহ স্মাটফোন খুঁজছেন তবে Realme Narzo 80 Lite 5G একটি ভাল বিকল্প হতে পারে। রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনের প্রথম সেল আগামীকাল অর্থাৎ 20 জুন থেকে শুরু হবে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি নারজো ৮০ লাইট ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
ভারতে Realme Narzo 80 Lite 5G ফোনের দাম কত
দামের কথা বললে, রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনের 4GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 10,499 টাকা। এছাড়া 6GB+128GB স্টোরেজ মডেলের দাম 11,499 টাকা রাখা হয়েছে।
তবে কোম্পানি রিয়েলমি নারজো ৮০ লাইট ফোনের প্রথম সেলে 500 টাকার কুপন ডিসকাউন্ট অফার করছে। যার পরে ফোনের 4GB মডেলটি 9999 টাকায় কেনা যাবে। এটি Amazon সাইট থেকে দুটি কালার অপশনে কেনা যাবে।
রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনের স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনে রয়েছে 6.67-ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সহ আসে। ফোনে 625 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট অফার করা। এটি 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি নারজো ৮০ লাইট ৫জি ফোনে অটো ফোকস সহ 32 মেগাপিক্সেল মেইন রিয়ার ক্যামেরা দেওয়া। এতে AI ফিচারও সাপোর্ট করে।
পাওয়ার দিতে রিয়েলমি ফোনে দেওয়া হয়েছে 6000mAh ব্যাটারি।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.