Realme লঞ্চ করল সস্তা 5G ফোন Narzo 30 5G, 5000mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ফিচার

Realme লঞ্চ করল সস্তা 5G ফোন Narzo 30 5G, 5000mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ফিচার
HIGHLIGHTS

Realme তার Realme Narzo 30 Series-এর আওতায় Narzo 30 5G লঞ্চ করা হয়েছে

Realme Narzo 30 5G ফোনটি সংস্থার Realme 8 5G-র রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে বাজারে চালু করা হয়েছে

রিয়েলমির এই ফোন 4GB RAM, 128GB স্টোরেজ, MediaTek Dimensity 700 SoC প্রসেসর এর সাথে চালু করা হয়েছে

Realme Narzo 30 5G launch Price Offers: চিনা স্মার্টফোন নির্মাতা সংস্থা Realme তার Realme Narzo 30 Series-এর আওতায় Narzo 30 5G লঞ্চ করা হয়েছে। এই ফোন কয়েকটি দুর্দান্ত ডিজাইন এবং পাওয়ারফুল ফিচার্স সহ আসে। Realme Narzo 30 5G ফোনটি গ্লোবাল লঞ্চ করা হয়েছে। লঞ্চের সময় এই ফোনের ইউরোপের বাজারের দাম জানানো হয়েছে। তবে অনুমান করা হচ্ছে যে Realme Narzo 30 5G ফোনটি সংস্থার Realme 8 5G-র রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে বাজারে চালু করা হয়েছে। MediaTek Dimensity 700 SoC প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা, 90Hz ডিসপ্লে রিফ্রেশ রেট এবং 4GB RAM এর সাথে 128GB স্টোরেজ অপশনের সাথে লঞ্চ করা হয়েছে Realme Narzo 30 5G।

Realme Narzo 30 5G কালার, ভ্যারিয়্যান্ট এবং দাম

Realme Narzo 30 5G এর রেসিং ব্লু এবং রেসিং ব্ল্যাক কালার অপশনে লঞ্চ করা হয়েছে। যদি দামের কথা বলি তবে এটি সিঙ্গেল ভ্যারিয়্যান্ট 4GB RAM এবং 128GB স্টোরেজ এর দাম ইউরোপে 219 ইউরো অর্থাৎ প্রায় 19,400 টাকা রাখা হয়েছে। তবে, আলী এক্সপ্রেসে এর দাম 158 ইউরো অর্থাৎ 14000 টাকায় লিস্টেড। রিয়েলমি ইন্ডিয়া প্রধান মাধব শেঠ সম্প্রতি Realme Narzo 30 এবং Realme Narzo 30 5G শিগগিরই ভারতে লঞ্চ করা হবে। রিয়েলমির এই ফোন ভারতে চালু করা হলে লোকেরা 5G সেগামেন্টে সস্তা ফোনের অপশন পাবেন।

Realme Narzo 30 5G Specifications

Realme Narzo 30 5G এর ফিচারের কথা যদি বলি তবে এই ফোনে 6.5-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, যা 90Hz ডিসপ্লে রিফ্রেশন রেট এবং 1080×2400 পিক্সেল স্ক্রিন রেজোলিউশন সহ আসে। রিয়েলমির এই ফোন 4GB RAM, 128GB স্টোরেজ এর সাথে MediaTek Dimensity 700 SoC প্রসেসর এর সাথে চালু করেছে। Android 11 এর Realme UI 2.0 অপারেটিং সিস্টেমের সঙ্গে আসা এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 18W ফাস্ট চার্জিং সপোর্ট করে।

ক্যামেরার কথা বললে, রিয়েলমি নারজো 30 5G-তে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেল। এর পাশাপাশি রয়েছে একটি 2-মেগাপিক্সেল মনোগ্র্যাম সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফির জন্য ফোনে 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo