সোজা 10,000 টাকা সস্তায় কিনুন Realme এর বিশ্বের সবচেয়ে ব্রাইট ডিসপ্লে সহ 5G স্মার্টফোন, রিয়েলমি হোলি সেলে ধামাকা অফার

Updated on 06-Mar-2025
HIGHLIGHTS

Realme GT 6T একটি জনপ্রিয় মিড রেঞ্জ স্মার্টফোন, যা দুর্দান্ত ডিসকাউন্টের সাথে বিক্রি হচ্ছে

এই ফোনটি Realme Holi Sale এর আওতায় 10000 টাকা সস্তায় কেনা যাবে

রিয়েলমি জিটি 6টি স্মার্টফোনটি চোখ ধাঁধানো স্পেসিফিকেশন সহ 6000 নিট পিক ব্রাইটনেস সবচেয়ে ব্রাইট ডিসপ্লে আসে

Realme GT 6T একটি জনপ্রিয় মিড রেঞ্জ স্মার্টফোন, যা দুর্দান্ত ডিসকাউন্টের সাথে বিক্রি হচ্ছে। গত বছর লঞ্চ হওয়া রিয়েলমি জিটি 6টি স্মার্টফোনটি চোখ ধাঁধানো স্পেসিফিকেশন সহ 6000 নিট পিক ব্রাইটনেস সবচেয়ে ব্রাইট ডিসপ্লে আসে। এছাড়া রয়েছে 120W SUPERVOOC চার্জর, 5500mAh এর বড় ব্যাটারি অফার করে। এখন এই ফোনটি Realme Holi Sale এর আওতায় 12000 টাকা সস্তায় কেনা যাবে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি জিটি 6টি ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।

Realme GT 6T ফোনে 12000 টাকা পর্যন্ত ছাড়

রিয়েলমি জিটি 6টি ফোনটি 30,999 টাকার শুরুর দামে ভারতে লঞ্চ হয়েছিল। এই দামটি ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলের। তবে এখন রিয়েলমির ওয়েবসাইটে জিটি 6টি ফোনটি 26,999 টাকা দামে লিস্ট করা। যার মানে ফোনটি 4000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: এই রিচার্জ প্ল্যানটি Reliance Jio এর 2025 সালের সবচেয়ে সস্তা বার্ষিক প্ল্যান, বছরভর মিলবে আনলিমিটেড 5G ডেটা সহ কলিং, এসএমএস সমস্ত কিছু

এছাড়া কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 5000 টাকার ডিসকাউন্ট অফার করা হচ্ছে। যার পরে রিয়েলমি জিটি 6টি ফোনের দাম কমে 21,999 টাকা হয় যাবে। এখানেই শেষ নয় কোম্পানি গ্রাহকদের 1000 টাকা এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে। যার মানে ফোনের দাম 1000 টাকা কমে 20,999 টাকা হয় যাবে।

সমস্ত অফার মিলিয়ে রিয়েলমি জিটি 6টি ফোনটি 10,000 টাকা সস্তায় কেনা যাবে।

রিয়েলমি জিটি 6টি ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, রিয়েলমি জিটি 6টি ফোনে 6.78-ইঞ্চি কার্ভড AMOLED LTPO প্যানেল সহ 120Hz রিফ্রেশ রেট দেওয়া। ডিসপ্লেতে 6000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস পাওয়া যাবে। প্রসেসর হিসেবে রিয়েলমি ফোন Snapdragon 7+ Gen 3 চিপসেটে কাজ করে যা 12GB পর্যন্ত RAM সহ পেয়ার করা। পাওয়ার দিতে ফোনে 5500mAh এর ব্যাটারি রয়েছে যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনটি 50MP মেইন সেন্সর, 8MP আল্ট্রাওয়াইড সেন্সর সহ আসে। ফ্রন্টে 32MP সেলফি ক্যামেরা রয়েছে।

আরও পড়ুন: BSNL Holi Offer: বিনামূল্যে দিচ্ছে 29 দিন এর অতিরিক্ত ভ্যালিডিটি, 365 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং এবং ডেটা ফ্রি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :