200MP পেরিস্কোপ ক্যামেরা এবং Snapdragon 8 Elite Gen 5 সহ ফ্ল্যাগশিপ Realme স্মার্টফোন ভারতে লঞ্চ, জানুন দাম কত
একাধিক লিক এবং তথ্য ফাঁসের পর অবশেষে রিয়েলমি তার পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ডিভাইস Realme GT 8 Pro লঞ্চ করেছে। নতুন রিয়েলমি জিটি 8 প্রো ফোনে আগের মডেল Realme GT 7 Pro এর তুলনায় ভালো আপগ্রেড পাওয়া যাবে বলে দাবি করেছে কোম্পানি। নতুন রিয়েলমি স্মার্টফোনের পারফরম্যান্স, ব্যাটারি, ডিসপ্লে এবং ডিজাইন আগের চেয়ে বেশি উন্নত। নতুন রিয়েলমি জিটি 8 প্রো ফোনে রয়েছে 7000mAh ব্যাটারি, IP66/IP68/IP69 সার্টিফিকেশন রেটিং মতো ফিচার। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি জিটি 8 প্রো ফোনের দাম এবং স্পেসিফিকেশন কেমন।
SurveyRealme GT 8 Pro ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কেমন
ফিচারের কথা বললে, রিয়েলমি জিটি 8 প্রো ফোনে রয়েছে 6.79-ইঞ্চি QHD+ BOE Q10 ফ্লেক্সিবাল AMOLED ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট, 2000 নিট HBM ব্রাইটনেস এবং 10 বিট কালার ডেপথ রয়েছে। এছাড়া ডিসপ্লের সুরক্ষার জন্য গরিল্লা গ্লাস 7i প্রোটেকশন দেওয়া।
প্রসেসর হিসেবে নতুন রিয়েলমি জিটি 8 প্রো ফোনটি কোয়ালকম এর নতুন Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে কাজ করে, যা 3nm এর উপর তৈরি। ফোনটি 16GB LPDDR5X পর্যন্ত RAM এবং 512GB UFS পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।

ব্যাটারির ক্ষেত্রে রিয়েলমি জিটি 8 প্রো ফোনে অফার করা হয়েছে 7000mAh এর শক্তিশালী ব্যাটারি। এটি 120W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া এটি 50W এবং 10W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ফোনে একটি অ্যাড্রেনো 840 জিপিইউও রয়েছে। থার্মাল ম্যানেজমেন্টের জন্য, এটি 7000 sq mm সহ ভেপার চেম্বার কুলিং সিস্টেম সহ আসে।
ক্যামেরার ক্ষেত্রে রিয়েলমি জিটি 8 প্রো ফোনটি Ricoh GR-tuned ট্রিপল রিয়ার ক্যামেরা অফার করে। এটি OIS সহ 50 মেগাপিক্সেল Sony IMX906 প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 3x অপটিকাল এবং 120x ডিজিটাল জুম সহ 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স সাপোর্ট করে। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
GT 8 Pro ফোনের ভারতে দাম কত এবং বিক্রি কবে
দামের কথা বললে, রিয়েলমি জিটি 8 প্রো ফোনের দাম ভারতে 72,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের বেস মডেল 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেল কেনা যাবে। পাশাপাশি, রিয়েলমি জিটি 8 প্রো ফোনের টপ মডেল 16GB+512GB স্টোরেজের দাম 78,999 টাকা রাখা হয়েছে।
ভারতে রিয়েলমি জিটি 8 প্রো Flipkart এবং Realme India অনলাইন স্টোরের মাধ্যমে Diary White এবং Urban Blue রঙে পাওয়া যাবে।
আরও পড়ুন: Lava Agni 4 Launched: 50MP সেলফি ক্যামেরা এবং ফ্ল্যাগশিপ ফিচার সহ ভারতে লঞ্চ হল লাভা AI স্মার্টফোন
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile