200MP ক্যামেরা সহ Realme স্মার্টফোনের সেল শুরু, প্রথমেই 5000 টাকার ছাড়

HIGHLIGHTS

আজ 25 নভেম্বর Realme GT 8 Pro ফোনের প্রথম সেল রয়েছে

রিয়েলমির জিটি 8 প্রো ফোনের বেস মডেলের দাম 72,999 টাকা রাখা হয়েছে

রিয়েলমি জিটি 8 প্রো ফোনে 3nm অক্টোকোর Snapdragon 8 Elite Gen 5 চিপসেট দেওয়া

200MP ক্যামেরা সহ Realme স্মার্টফোনের সেল শুরু, প্রথমেই 5000 টাকার ছাড়

রিয়েলমি সম্প্রতি ভারতীয় বাজারে Realme GT 8 Pro স্মার্টফোনটি লঞ্চ করেছিল। রিয়েলমির জিটি 8 প্রো স্মার্টফোনটি 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ বাজারে আনা হয়েছে। আজ 25 নভেম্বর রিয়েলমি জিটি 8 প্রো ফোনের প্রথম সেল রয়েছে। প্রথম সেলে রিয়েলমি জিটি 8 প্রো ফোনটি একগুচ্ছ ছাড় এবং অফারের সাথে কেনা যাবে। আসুন রিয়েলমি ফোনের দাম এবং প্রথম সেলে পাওয়া অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Realme GT 8 Pro ফোনের দাম এবং অফার

নতুন রিয়েলমির এই দুটি ভ্যারিয়্যান্ট 12GB RAM+256GB এবং 16GB RAM+512GB স্টোরেজ মডেলে আসে। রিয়েলমির জিটি 8 প্রো ফোনের বেস মডেলের দাম 72,999 টাকা রাখা হয়েছে। এছাড়া টপ মডেলটি 78,999 টাকা দামে কেনা যাবে। ফোনের কেনাকাটায় 5000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট অফার করা হচ্ছে। এটি Dairy White এবং Urban Blue কালার অপশনে কেনা যাবে।

আরও পড়ুন: Jio এবং Vodafone Idea এর দুর্দান্ত রিচার্জ প্ল্যান, মোবাইল রিচার্জে বিনামূল্যে মিলবে 50GB পর্যন্ত অতিরিক্ত ডেটা, সাথে এক বছর পর্যন্ত ভ্যালিডিটি

রিয়েলমির জিটি 8 প্রো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, রিয়েলমির জিটি 8 প্রো ফোনে রয়েছে 6.79-ইঞ্চি QHD+ BOE Q10 ফ্লেক্সিবাল এমোলেড ডিসপ্লে যা 144Hz রিফ্রেশ রেট, 2000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর হিসেবে রিয়েলমি জিটি 8 প্রো ফোনে 3nm অক্টোকোর Snapdragon 8 Elite Gen 5 চিপসেট দেওয়া। এটি 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা। থার্মাল ম্যানেজমেন্টের জন্য এতে 7000 sqmm হিট ডিসিপেশন এরিয়া সহ ভেপার চেম্বর কুলিং সিস্টাম রয়েছে।

ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি জিটি 8 প্রো ফোনে Ricoh GR টিউন্ড ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। এটি ফোকল লেন্থ এবং OIS সহ 50 মেগাপিক্সেল Sony IMX906 প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 120x পর্যন্ত ডিজিটাল জুম সহ 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা রয়েছে। ফ্রন্টে সেলফি তোলার জন্য 32 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। রিয়ার ক্যামেরা 60fps পর্যন্ত 4K রেজোলিউশন ভিডিও রেকর্ড করতে পারবে।

পাওয়ার দিতে রিয়েলমি জিটি 8 প্রো ফোনে 120W ওয়্যারড সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 7000mAh ব্যাটারি সাপোর্ট করে। জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে এতে IP66+IP68+IP69 রেটিং দেওয়া।

আরও পড়ুন: 12,999 টাকা দামে 7000mAh ব্যাটারি এবং শক্তিশালী Snapdragon প্রসেসর সহ নতুন Motorola 5G স্মার্টফোন ভারতে লঞ্চ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo