12,999 টাকা দামে 7000mAh ব্যাটারি এবং শক্তিশালী Snapdragon প্রসেসর সহ নতুন Motorola 5G স্মার্টফোন ভারতে লঞ্চ

12,999 টাকা দামে 7000mAh ব্যাটারি এবং শক্তিশালী Snapdragon প্রসেসর সহ নতুন Motorola 5G স্মার্টফোন ভারতে লঞ্চ

Motorola ভারতের বাজারে আজ 24 নভেম্বর G-series এর আগামী প্রজন্মের স্মার্টফোন Moto G57 Power 5G লঞ্চ করেছে। মোটো জি57 পাওয়ার 5জি ফোনটি Snapdragon 6s Gen 4 চিপসেট, 50MP Sony LYTIA 600, 7000mAh ব্যাটারি মতো দুর্দান্ত ফিচার রয়েছে। ভারতে মোটো জি57 পাওয়ার 5জি ফোনের দাম 12,999 টাকা (অফারের সাথে) থেকে শুরু হয়। আসুন মোটো জি57 পাওয়ার 5জি ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Motorola Moto G57 Power 5G ফোনের দাম কত এবং সেল তারিখ কবে

দামের কথা বললে, মোটো জি57 পাওয়ার 5জি ফোনটি 12,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেল কেনা যাবে। তবে বলে দি যে এই দামটি ফোনের অফারের সাথে। আসল দাম ফোনের 13,999 টাকা। ফোনটি তিনটি কালার PANTONE Corsair, PANTONE Fluidity, PANTONE Regatta অপশনে কেনা যাবে।

কোম্পানি IDFC Bank Credit Card ইএমআই পেমেন্টে 1500 টাকা পর্যন্ত এবং বাকি কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 1000 টাকা পর্যন্ত ছাড় অফার করছে। যার পরে ফোনটি 12,999 টাকা পর্যন্ত দামে কেনা যাবে।

আরও পড়ুন: 72 দিন পর্যন্ত হবে না কোনো টাকা খরচ, BSNL দিচ্ছে 2 মাসের বেশি ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 2GB ডেটা

লেটেস্ট মোটো জি57 পাওয়ার 5জি ফোনের বিক্রি 3 ডিসেম্বর দুপুর 12টা থেকে শুরু হবে। মোটো জি57 পাওয়ার 5জি ফোনটি Flipkart এবং কোম্পানির অফিসিয়াল সাইট থেকে কেনা যাবে।

Motorola moto g57 power 5g launched price in india

মোটো জি57 পাওয়ার 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, মোটো জি57 পাওয়ার 5জি ফোনে 6.72 ইঞ্চি Full HD+ (2400p × 1080) ডিসপ্লে দেওয়া। এটি 120Hz রিফ্রেশ রেট, হাই ব্রাইটনেস মোড 1050 নিট পর্যন্ত সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য মোটো জি57 পাওয়ার ফোনটি Corning Gorilla Glass 7i সহ আসে।

প্রসেসর হিসেবে মোটো জি57 পাওয়ার 5জি ফোনে রয়েছে Qualcomm Snapdragon 6s Gen 4 চিপসেট যা 4nm প্রসেসে তৈরি করা। এটি 8GB LPDDR4X RAM পর্যন্ত যা 24GB পর্যন্ত RAM বুস্ট দিয়ে বাড়ানো যাবে। এছাড়া এতে 128GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে।

ক্যামেরার ক্ষেত্রে মোটো জি57 পাওয়ার ফোনের প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল Sony LYTIA™ 600 সেন্সর রয়েছে যা 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং তৃতীয় ক্যামেরা হিসেবে 2-in-1 লাইট সেন্সর সহ পেয়ার করা। সেলফি তোলার জন্য এতে থাকছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রিয়ার এবং সেলফি দুটি ক্যামেরা 2K ভিডিও শুট করতে সক্ষম।

পাওয়ার দিতে মোটো জি57 পাওয়ার ফোনে 7000mAh ব্যাটারি রয়েছে যা 33W টার্বোপাওয়ার চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি যে ফোনটি 60 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে।

আরও পড়ুন: Realme GT 8 Pro নাকি OnePlus 15: ভারতীয় দাম, ক্যামেরা, ব্যাটারি, স্পেক্স এবং ফিচারে কোন 5G স্মার্টফোনটি সেরা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo