Realme C11-এর সেল আজ, ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি ও রিভার্স চার্জিং সপোর্ট

Realme C11-এর সেল আজ, ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি ও রিভার্স চার্জিং সপোর্ট
HIGHLIGHTS

রিয়ালমি C11 স্মার্টফোনটির 2 জিবি র‌্যাম + 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 7,499 টাকা

Realme C11 ফোনের বিক্রি Flipkart এবং রিয়ালমির ওয়েবসাইটে দুপুর 12 টায় শুরু হবে

রিয়েলমি সি11 একটি বাজেট স্মার্টফোন যা একটি অক্টা-কোর প্রসেসর সহ আসে

Realme-র লেটেস্ট স্মার্টফোন Realme C11 আজ অর্থাৎ ২২ জুলাই অনলাইন কেনার সুযোগ রয়েছে। এই ফোনের প্রথম সেলটি 22 জুলাই ছিল। এই ফোনের বিক্রি কোম্পানির অফিসিয়াল সাইট এবং ই-কমার্স সাইট ফ্লিপকার্টে দুপুর ১২ টায় শুরু হবে। এই সেলটিতে গ্রাহকরা C11 স্মার্টফোন কেনার ক্ষেত্রে 5 শতাংশ ছাড় পাবেন। এর পাশাপাশী এই স্মার্টফোনে নো-কস্ট ইএমআই অপশনও দেওয়া হয়েছে। তবে এই স্মার্টফোনটির ডেলিভরি কনটেইনমেন্ট জোনে করা হবে না।

Realme C11 স্মার্টফোনের দাম এবং অফার

রিয়ালমি C11 স্মার্টফোনটির 2 জিবি র‌্যাম + 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 7,499 টাকা। অফার সম্পর্কে কথা বললে, গ্রাহকরা এই স্মার্টফোনটি কেনার জন্য যদি RuPay ডেবিট কার্ড ব্য়বহার করে তবে 30 টাকার ছাড় পাবেন। এছাড়া Flipkart-এ Axis ব্যাংকের ক্রেডিট কার্ডের সাহায্য়ে কেনাকাটা করলে 5 শতাংশ ছাড় পাবেন। এর বাইরে এই স্মার্টফোনটি No-Cost ইএমআই বিকল্পের সাথেও কেনা যাবে।

Realme C11 স্মার্টফোনের স্পেসিফিকেশন

ফোনটিতে ডুয়াল সিম সপোর্ট রয়েছে। এটি ছাড়াও এতে অ্যান্ড্রয়েড 10 ভিত্তিক Realme UI পাওয়া যাবে। ফোনে রয়েছে ফোনটিতে 6.5-ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার রেজোলিউশন 720×1600 পিক্সেল। রিয়েলমি C11 স্মার্টফোনটি মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর যা একটি অক্টা-কোর প্রসেসর।

Realme C11 ক্যামেরা

রিয়েলমি সি11 এ ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে যা 13 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f/2.2 এর লেন্স সহ। দ্বিতীয়টি 2 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f/2.4 রয়েছে। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে।

Realme C11 ব্যাটারি এবং স্টোরেজ

ফোনটি 2 জিবি র‌্যাম সহ 32GB স্টোরেজ পাবে, যা মেমরি কার্ডের সাহায্যে 256GB বাড়ানো যেতে পারে। মেমরি কার্ডের জন্য একটি পৃথক স্লট পাওয়া যাবে। কনেক্টিভিটির জন্য, 4G, VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ v5.0, জিপিএস, মাইক্রো ইউএসবি পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক পাওয়া যাবে। Realme C11 ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা রিভার্স চার্জিংকে সপোর্ট করবে, যার অর্থ আপনি এটি থেকে অন্য ফোনটিও চার্জ করতে সক্ষম হবেন।

Digit.in
Logo
Digit.in
Logo