কোয়াড ক্যামেরার REALME 6 আজকে নিজের করতে পারবেন

কোয়াড ক্যামেরার REALME 6 আজকে নিজের করতে পারবেন
HIGHLIGHTS

Realme 6 ফোনের সেল দুপুর 12টায় শুরু হবে

এই ফোনের প্রাথমিক দাম 12,999 টাকা

ফোনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ

ভারতে সবে রিয়েলমি তাদের নতুন ফোন Realme 6 লঞ্চ করেছে। আর এই কোয়াড ক্যামেরার ফোনটি আজকে প্রথম ফ্ল্যাশ সেলে কেনা যাবে। এই ফোনটি আজকে দুপুর 12টার সময়ে ফ্লিপকার্ট আর কোম্পানির ওয়েবসাইট থেকে কেনা যাবে। এই ফোনের প্রাথমিক দাম 12,999 টাকা। আর এই ফোনের এই ভেরিয়েন্টটি 4GB র‍্যাম আর 64GB স্টোরেজে এসেছে।

Realme 6 য়ের দাম

এই রিয়েলমি 6 ফোনে আপনারা তিনটি ভেরিয়েন্টে কিনতে পারবেন,। ফোনের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজের দাম 12,999 টাকা। আর এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা আর সেই সঙ্গে এই ফোনের সব থেকে বড় ভেরিয়েন্টেটি আপনারা 15,999 টাকায় কিনতে পারবেন যা 8GB র‍্যাম আর 128Gb র স্টোরেজ অপশান দেবে।

Realme 6 য়ের স্পেক্স আর ফিচার্স

Realme 6 ফোনটিতে আপনারা 6.5 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে মিডিয়াটেক হেলিও G90T প্রসেস্র। ফোনে আছে সাইড মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই ফোনে আপনারা এর সঙ্গে পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ। যা মেন 64MP র ক্যামেরার সঙ্গে 8MP র একটি আর দুটি 2MP র ক্যামেরা অফার করছে।

আর এই Realme 6 ফোনের ফ্রন্টে পাঞ্চ হোল ডিসপ্লেতে আছে একটি 16 MP র ফ্রন্ট ক্যামেরা। ফোনে আছে একটি 43000mAh য়ের ব্যাটারি যা 30 W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই ফোনে আপনারা তিনটি র‍্যাম আর স্টোরেজ অপশান পাবেন। 4GB/64GB, 6GB/18GB আর 8GB/128GB আর এই তিনটি ভেরিয়েন্টই আপনারা 256GB পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo