REALME 3 PRO দুপুর 12 টায় ফ্ল্যশ সেলে

HIGHLIGHTS

Relame 3 Pro ফ্লিপকার্টে কেনা যাবে

8,000 ভারতীয় দোকানে ডিভাইসটি অফলাইনে বিক্রি করা হবে

ফোনটির প্রাথমিক দাম 13,999 টাকা

REALME 3 PRO দুপুর 12 টায় ফ্ল্যশ সেলে

আজ দুপুর 12 টার সময়ে রিয়েলমি তাদের লেটেস্ট স্মার্টফোন Relame 3 Pro বিক্রি করতে চলেছে। আর এই ফোনটি ভারতে গত মাসে লঞ্চ করা হয়েছিল। আর আজক এই ফোনটি ফ্লিপকার্টে বিক্রি করা হবে। কোম্পানি জানিয়েছে যে 28 মে 8,000 ভারতীয় স্টোরে এই ডিভাইসটি অফলাইনেও কেনা যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Relame 3 Pro র দাম

এই ফোনটি 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,999 টাকা আর সেখানে এই ফোনের 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,999 টাকা।

REALME 3 PRO ফোনটির স্পেসিফিকেশান

Relame 3 Pro ফোনটিতে আপনারা 6.3 ইঞ্চির ডিউড্রপ নচ ডিসপ্লে 2340X1080pর FHD+ রেজিলিউশানের সঙ্গে পাবেন। আর এই ডিভাইসে কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। আর এই ফোনটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 710 আর GPU অ্যাড্রিনো 616 র সঙ্গে এসেছে। আর এই ফোনে X15 মোডেম আছে আর ফোনটি 4K HDR প্লেব্যাক সাপোর্ট করে। আর গেমিংয়ের ক্ষেত্রে এই ফোনে কোম্পানি হাইপারবুস্ট 2.0 দিয়েছে। ব্যাটারির ক্ষেত্রে এই ফোনে 4045mah য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর যা CABC মোড সাপোর্ট করে আর এর মাধ্যমে ব্যাটারি লাইফ 10% পর্যন্ত এক্সপেন্ড করা যায়।

Relmae এই ফোনে VOCC 3.0 ফ্ল্যাশ চার্জ সাপোর্ট পাবেন আর বক্সে 20W চার্জার আছে। আর ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে ব্যাকে 16 মেগাপিক্সালের প্রাইমারি সেন্সারের সঙ্গে 5মেগাপিক্সালের সেকন্ডারি সেন্সার দেওয়া হয়েছে।

ফোনটিতে ফ্রন্টে একটি 24MP র AI ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ডিভাইসে AI ফেস আনলকও দেওয়া হয়েছে। আর এই ফোনটি ColorOS 6.0 য়ে কাজ করে যা অ্যান্ড্রয়েড পাই নির্ভর।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo