Realme 3 Pro ফোনের প্রথম সেল এই দিন হবে

HIGHLIGHTS

Realme 3 Pro ফোনটির প্রাথমিক দাম 13,999 টাকা

এই ফোনটি ফ্লিপকার্টে কেনা যাবে

29 এপ্রিল প্রথম সেল হবে

Realme 3 Pro ফোনের প্রথম সেল এই দিন হবে

Realme 3 Pro ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে আর তাড়াতাড়ি এই ফোনটি সেলে আসবে। Relame 3 Pro ফোনটির সঙ্গে কোম্পানি Relame C2 ডিভাইসটি লঞ্চ করেছে আর এটি একটি বাজেট ফোন এর দাম 5,999 টাকা।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

স্মার্টফোনটি নাইট্রো ব্লু, লাইটিবগ পার্পল আর কার্বন গ্রে গ্রেডিয়েন্ট কালারে লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটি 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরইয়েন্টে লঞ্চ করা হয়েছে আর এর দাম 13, 999 টাকা। আর Relame 3 Pro ফোনটির 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 16,999 টাকা। আর এইফোনের প্রথম সেল 29 এপ্রিল দুপুর 12টার সময়ে ফ্লিপকার্টের সেলে আর রিয়েলমি ডট কমের সেলে হবে আর সঙ্গে এই ফোনটি অফলাইনেও পাওয়া যাবে।

লঞ্চ অফারে জিও ইউজাররা 5300 টাকার লাভ পেতে পারে আর আপনারা যদি HDFC কার্ড দিয়ে কেনাকাটা করেন তবে 1000 টাকার ফ্ল্যাট ডিস্কাউন্ট পেতে পারেন। আর এর সঙ্গে 6 মাসের জন্য নো কস্ট EMI পাওয়া যেতে পারে। আর কোম্পানি 27 এপ্রিল নিউ দিল্লির প্যাসিফিক মলে 4.30P.M য়ে পপ আপ স্টোর করবে আর relame.com য়ে গিয়ে ফ্রি গিফটের জন্য রেজিস্টার করা যেতে পারে।  

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo