Poco M4 Pro 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, দাম 15 হাজারেরও কম এবং দুর্দান্ত ফিচার

Poco M4 Pro 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, দাম 15 হাজারেরও কম এবং দুর্দান্ত ফিচার
HIGHLIGHTS

Poco M4 Pro 5G স্মার্টফোন ভারতে লঞ্চ হয়ে গিয়েছে

Poco M4 Pro 5G ফোনের 4GB + 64GB ভ্যারিয়্যান্টের দাম 14999 টাকা

Poco M4 Pro 5G স্মার্টফোনটি Flipkart-এ বিক্রি হবে

Poco M4 Pro 5G স্মার্টফোন ভারতে লঞ্চ হয়ে গিয়েছে। এই স্মার্টফোনটি 3 ভ্যারিয়্যান্টে আসবে। যার মধ্যে Poco M4 Pro 5G 4GB + 64GB ভ্যারিয়্যান্টের দাম 14999 টাকা, 6GB + 128GB ভার্সনের দাম 16,999 টাকা এবং 8GB + 128GB টপ ভ্যারিয়্যান্টের দাম 18,999 টাকা। এই স্মার্টফোনটি 3টি রঙের বিকল্পে লঞ্চ করা হয়েছে – পাওয়ার ব্ল্যাক, কুল ব্লু এবং পোকো ইয়েলো।

এই নতুন স্মার্টফোনটি Flipkart-এ বিক্রি হবে। Poco গত বছর ইতিমধ্যেই এই ফোনটি ইউরোপের বাজারে লঞ্চ করেছিল গত বছর, এবং এখন এটি ভারতীয় গ্রাহকদের জন্য মিড-রেঞ্জে লঞ্চ করা হয়েছে। এটি Turbo RAM সহ 4GB, 6GB এবং 8GB এর তিনটি ভ্যারিয়্যান্টে আসে, এছাড়া, ফোনের র‍্যাম বাড়ানো যেতে পারে।

ডিসপ্লে

এতে 90Hz রিফ্রেশ রেট সহ একটি 6.6-ইঞ্চি ডট ডিসপ্লে রয়েছে।

ক্যামেরা

M4 Pro ফোনে 50MP প্রাইমারি লেন্স, 8MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 5MP ম্যাক্রো লেন্স দেওয়া। এতে একটি 16MP সেলফি ক্যামেরা রয়েছে।

প্রসেসর

Poco M4 Pro 5G স্মার্টফোন MediaTek Dimensity 810 6nm SoC প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া, UFS2.2, 1TB এক্সপেন্ডবল স্টোরেজ, MIUI12.5 Android 11 এর উপর রান করবে।

ব্যাটারি

Poco M4 Pro 5G ফোনে 33W ফাস্ট চার্জার, Type-C পোর্ট সহ একটি 5,000mAh ব্যাটারি রয়েছে। এই স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কোম্পানি একটি বড় দাবি করেছে, যা ব্যবহারকারীদের জন্য সুখবরের চেয়ে কম কিছু নয়। বলে দি যে কোম্পানি দাবি করেছে যে এই স্মার্টফোনের ব্যাটারি পুরো দুই দিন ব্যাক আপ অফার করে। বলে দি যে এই স্মার্টফোনটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তাই ইউজাররা ফাস্ট চার্জিংয়ের সাহায্যে 23 মিনিটেরও কম সময়ে এটি 50 শতাংশ পর্যন্ত চার্জ করতে পারে। যারা সময়ের অভাবে স্মার্টফোন চার্জ করতে পারছেন না, তাদের জন্য এটি একটি শক্তিশালী বিকল্প হিসেবে প্রমাণিত হতে পারে, যা বারবার চার্জ করার প্রয়োজন হবে না।

Digit.in
Logo
Digit.in
Logo