প্রথম সেলে ধামাকা অফার! 13,999 টাকার Poco M4 Pro 5G স্মার্টফোন, 50MP ক্যামেরার মতো ফিচার

প্রথম সেলে ধামাকা অফার! 13,999 টাকার Poco M4 Pro 5G স্মার্টফোন, 50MP ক্যামেরার মতো ফিচার
HIGHLIGHTS

Poco M4 Pro 5G ফোনের প্রথম সেলে SBI ডেবিট বা ক্রেডিট কার্ডে 1000 টাকা ছাড় দিচ্ছে

Poco M4 Pro 5G ফোনের দাম ভারতে 14,999 টাকা থেকে শুরু হয়

50MP প্রাইমারি ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি 810 প্রসেসর এবং 8GB পর্যন্ত র‍্যামের মতো ফিচার্স Poco M4 Pro 5G ফোনে

Poco M4 Pro 5G স্মার্টফোন গত সপ্তাহে ভারতে লঞ্চ করা হয়েছিল, যার প্রথম সেল আজ মঙ্গলবার (22 ফেব্রুয়ারি) হতে চলেছে। গ্রাহকরা দুপুর 12 টায় অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টের (Flipkart Sale) মাধ্যমে এই ফোনটি কিনতে পারবেন। 50MP প্রাইমারি ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি 810 প্রসেসর এবং 8GB পর্যন্ত র‍্যামের মতো ফিচার্স দেওয়া হয়েছে এই মিড-রেঞ্জ ফোনে। ফোনে টার্বো RAM ক্ষমতা দেওয়া হয়েছে যা 8GB RAM কে 11GB পর্যন্ত বাড়াতে পারে।

Poco M4 Pro 5G দাম

Poco M4 Pro 5G ফোনের দাম ভারতে 14,999 টাকা থেকে শুরু হয়। এই দামে 4GB + 64GB ভ্যারিয়্যান্ট কেনা যাবে। যেখানে 6GB + 128GB ভার্সনের দাম 16,999 টাকা এবং 8GB + 128GB ভার্সনের দাম 18,999 টাকা। কোম্পানি সেলের প্রথম দিনে SBI ডেবিট বা ক্রেডিট কার্ডে 1000 টাকা ছাড় দিচ্ছে। অর্থাৎ 13,999 টাকায় কিনতে পারবেন। এটি তিনটি রঙের বিকল্পে আনা হয়েছে – পাওয়ার ব্ল্যাক, কুল ব্লু এবং পোকো ইয়েলো। 

Poco M4 Pro 5G Specifications

Poco M4 Pro স্মার্টফোনটিতে একটি 6.6-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে রয়েছে যা আরও ভালো গেমিং পারফরম্যান্সের জন্য 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর ডিসপ্লেতে একটি পাঞ্চ হোল কাটআউট দেওয়া হয়েছে। ফোনে MediaTek Dimensity 810 প্রসেসর সহ 8GB পর্যন্ত RAM রয়েছে। ফোনে 128GB পর্যন্ত স্টোরেজ রয়েছে, যা একটি হাইব্রিড সিম স্লটের মাধ্যমে বাড়ানো যেতে পারে। Poco M4 Pro 5G Android 11 অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে MIUI-তে চলে।

ফটোগ্রাফির জন্য, Poco M4 Pro 5G-তে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর সহ একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর রয়েছে। ফোনের সামনে একটি 16-মেগাপিক্সেল সেন্সর রয়েছে। ডিভাইসে 5000mAh ব্যাটারি সাপোর্ট করে, যা 33W ফাস্ট চার্জিং স্পিড সহ আসে। এছাড়াও, ফোনে NFC, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm হেডফোন জ্যাক এবং IR ব্লাস্টারের মতো ফিচার রয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo