5000mAh ব্যাটারির সাথে Poco M3 Pro 5G বাজেট ফোন ভারতে আজ হবে লঞ্চ

5000mAh ব্যাটারির সাথে Poco M3 Pro 5G বাজেট ফোন ভারতে আজ হবে লঞ্চ
HIGHLIGHTS

Poco M3 Pro 5G স্মার্টফোন আজ লঞ্চ করা হবে

পোকো এম3 প্রো 5জি ফোনে FHD+ ডিসপ্লে দেওয়া যেতে পারে

Flipkart-এ বিক্রি করা হবে Poco M3 Pro 5G ফোন

Poco M3 Pro 5G India Launch: ভারতীয় বাজারে আজ Poco M3 Pro 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। এই ফোনটি ই-কমার্স ওয়েবসাইট Flipkart-এ লিস্ট করা হয়েছে, যা ইঙ্গিত করে যে এটি এই প্ল্যাটফর্মে উপলব্ধ করা হবে। Flipkart-এ এই ফোনের জন্য একটি ডেডিকেটেড পেজ তৈরি করা হয়েছে। এই পেজ থেকে জানা গিয়েছে যে ফোনে FHD+ ডিসপ্লে এবং 90Hz রিফ্রেশ রেট দেওয়া যেতে পারে। ফোনটি সকাল 11.30টায় লঞ্চ করা হবে। তবে আসুন জেনে নেওয়া যাক ফোনের দাম এবং ফিচার্স সম্পর্কে।

Poco M3 Pro 5G এর সম্ভাব্য ফিচার্স:

পোকো এম3 প্রো 5জি ফোনে FHD+ ডিসপ্লে দেওয়া যেতে পারে। ফোনের রিফ্রেশ রেট 90Hz। এই ফোনটি 5G সপোর্ট করবে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 700 চিপ এর সাথে বাজারে আসতে পারে। সঙ্গে রয়েছে 6GB পর্য়ন্ত RAM এবং 128GB স্টোরেজ। দ্বিতীয়টি হবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। তৃতীয় 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হবে। ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

ফোনে পাওয়ার দেওয়ার জন্য 5000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে যা 18W ফাস্ট চার্জিং সপোর্ট করবে। এই ফোনটি MIUI 12 এর ভিত্তিতে অ্যান্ড্রয়েড 11 এ কাজ করবে। এছাড়াও এতে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া যেতে পারে। ফোনটি কুল ব্লু, পাওয়ার ব্ল্যাক এবং পোকো ইয়েলো রঙে লঞ্চ করা যেতে পারে। Flipkart-এর মতে ফোনে 5G ডুয়াল সিম ফিচার দেওয়া যেতে পারে।

Poco M3 Pro 5G এর অনুমানিত দাম:

গ্লোবাল লঞ্চের সময় Poco M3 Pro ফোনের দাম 159 ইউরো ছিল, যা ভারতীয় দাম হিসাবে প্রায় 14,000 টাকা হবে। আশা করা হচ্ছে যে এই ফোন ভারতে 15,000 টাকার কাছাকাছি লঞ্চ করা যেতে পারে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo