HIGHLIGHTSPoco M3 ফোনের ডিসপ্লে ডট ড্রপ ডিজাইনের। বলে দি যে এর আগে Poco M সিরিজের আওতায় দুটি স্মার্টফোন Poco M2 এবং Poco M2 Pro লঞ্চ করা হয়েছে
Poco M3 ফোনে দেওয়া হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 662 প্রসেসর
পোকো M3 ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যার মূল লেন্স 48 মেগাপিক্সেল এবং এর অ্যাপারচারটি f / 1.79
Vostro 3501
Popular tech to stay connected anywhere. Save more on exciting Dell PCs.
Click here to know more
AdvertisementsPoco সংস্থা তার নতুন স্মার্টফোন Poco M3 গ্লোবল লঞ্চ করেছে। Poco M3 ফোনে দেওয়া হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 662 প্রসেসর। এছাড়া থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। Poco M3 ফোনের ডিসপ্লে ডট ড্রপ ডিজাইনের। বলে দি যে এর আগে Poco M সিরিজের আওতায় দুটি স্মার্টফোন Poco M2 এবং Poco M2 Pro লঞ্চ করা হয়েছে। এদের মধ্যে Poco M2 মিডিয়াটেক হেলিও G80 এবং Poco M2 Pro স্ন্যাপড্রাগন 720G প্রসেসরের সাথে আসে।
Poco M3 ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের দাম 149 ডলার অর্থাৎ প্রায় 11,000 টাকা। এই দামে আপনি পাবেন 4GB র্যাম এবং 128GB স্টোরেজ মডেল। অন্যদিকে ফোনের 4GB র্যাম সহ 128GB স্টোরেজ মডেলের দাম 169 ডলার অর্থাৎ প্রায় 12,500 টাকা। কুল ব্লু, পোকো ইয়েলো এবং পাওয়ার ব্ল্যাক রঙে কিনতে পাওয়া যাবে। ভারতে এই ফোনটি লঞ্চ করা নিয়ে কোনও ঘোষনা করা হয়েনি।
The biggest screen with FHD+ quality.
— POCO (@POCOGlobal) November 24, 2020
A 48MP main camera plus a macro camera and depth sensor.
Biggest battery size with 18W fast charge.
Most Importantly, We still manage to make the price under 200 USD.#POCOM3 #MoreThanYouExpect pic.twitter.com/bRAw0u8mrT
ডুয়াল সিম সপোর্টের সাথে বাজারে এসছে Poco M3 সাথে থাকছে অ্যান্ড্রয়েড 10 ভিত্তিক MIUI 12। পাশাপাশি ফোনে দেওয়া হয়েছে 6.53-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রেজোলিউশন 1080x2340 পিক্সেল রয়েছে। ডিসপ্লেতে গরিলা গ্লাসের সুরক্ষা দেওয়া। ফোনটিতে স্ন্যাপড্রাগন 662 প্রসেসর, 4 জিবি র্যাম এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে।
ক্যামেরার কথা বললে, এই পোকো ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে যার মূল লেন্স 48 মেগাপিক্সেল এবং এর অ্যাপারচারটি f / 1.79। দ্বিতীয় লেন্সটি অ্যাপারচার f / 2.4 সহ একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং তৃতীয় লেন্সটিও 2 মেগাপিক্সেল, যা ডেপথ সেন্সর। এর অ্যাপারচার এফ / 2.4। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।
কানেক্টিভিটির জন্য পোকো ফোনে 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, GPS/A-GPS, ইউএসবি টাইপ-সি এবং 3.5 মিমি হেডফোন জ্যাক রয়েছে। ফোনের পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এটিতে 6000mAh ব্যাটারি রয়েছে যা 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে আসে। ফোনটির ওজন 198 গ্রাম।
Release Date: | 20 Dec 2020 |
Variant: | 64GB6GBRAM |
Market Status: | Upcoming |
টপ-প্রোডাক্টস
হট ডিলস
ভিউ অলDigit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.
We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.