প্রথম সেলেই বাম্পার অফার! 9000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Poco Phone, মিলবে 12GB পর্যন্ত RAM

প্রথম সেলেই বাম্পার অফার! 9000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Poco Phone, মিলবে 12GB পর্যন্ত RAM
HIGHLIGHTS

Poco-এর সম্প্রতি লঞ্চ হওয়া Poco F4 5G স্মার্টফোনের প্রথম সেল হতে চলেছে

Poco F4 5G ফোনে Rs 9000 পর্যন্ত ছাড়ে কেনা যাবে

কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর সহ ফোনে 120Hz ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 67W ফাস্ট চার্জিং এর মত ফিচার দেওয়া হয়েছে

Poco-এর সম্প্রতি লঞ্চ হওয়া Poco F4 5G স্মার্টফোনের প্রথম সেল হতে চলেছে। শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে (Flipkart) স্মার্টফোনটি বিক্রি হচ্ছে। এটি Rs 9000 পর্যন্ত ছাড়ে কেনা যাবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর সহ ফোনে 120Hz ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 67W ফাস্ট চার্জিং এর মত ফিচার দেওয়া হয়েছে।

ভারতে Poco F4 5G এর দাম

এই স্মার্টফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। বেস মডেল 6GB + 128GB ফোনের দাম 32,999 টাকা রাখা হয়েছে। এটি ফ্লিপকার্টে (Flipkart) 27,999 টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু আপনার যদি SBI ক্রেডিট বা ডেবিট কার্ড থাকে, তাহলে আপনি 3000 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। এর সাথে, 1000 টাকার ইনস্ট্যান্ট ছাড়ও পাওয়া যাবে। এইভাবে মোট ডিসকাউন্ট হয়ে যায় Rs.9000। ফোনটি সবুজ এবং কালো দুটি রঙের বিকল্পে আসে।

Poco F4 5G স্পেসিফিকেশন

6.67 ইঞ্চির ফুল HD+ E4 AMOLED ডিসপ্লে থাকবে এই ফোনে। 360Hz এর টাচ স্যাম্পলিং রেট এবং 120Hz রিফ্রেশ রেট থাকবে Poco F4 5G তে। DCI P3 কালার গ্যামুট করবে এই ফোন একই সঙ্গে অ্যামাজন প্রাইম ভিডিও দেখার সময় HDR 10+ও সাপোর্ট করবে। কর্ণিং গ্লোরিলা গ্লাস 5 এর সুরক্ষা থাকবে এই ফোনে।

snapdragon 870 এর মতো শক্তিশালী প্রসেসর থাকবে এই ফোনে। এর মডেলের টপ ভ্যারিয়েন্টের 12GB RAM এর সঙ্গে এর পেয়ার আপ করা আছে। ট্রিপল রিয়ার ক্যামেরা আছে ফোনটিতে। অর্থাৎ ব্যাক প্যানেলে থাকবে তিনটি ক্যামেরা। মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। আর বাকি দুটো রিয়ার ক্যামেরা থাকছে 8 এবং 2 মেগাপিক্সেলের। যার মধ্যে 8 মেগাপিক্সেল হচ্ছে আল্ট্রা ওয়াইড এবং 2 হচ্ছে মাইক্রো। 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে যা সেলফি এবং ভিডিও কলে সাহায্য করবে। 4500mAh Li-Polymer ব্যাটারি রয়েছে এই ফোনে। সঙ্গে রয়েছে 67W ফাস্ট চার্জিং এর সুবিধা।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo