23 জুলাই ভারতে লঞ্চ হবে Poco F3 GT, থাকবে এমোলেড ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর

23 জুলাই ভারতে লঞ্চ হবে Poco F3 GT, থাকবে এমোলেড ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর
HIGHLIGHTS

Poco জানিয়েছে যে নতুন ফোনে অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট ম্যাট ফিনিস দেওয়া হবে

মিডিয়াটেক Dimensity 1200 প্রসেসরের সাথে Poco F3 GT লঞ্চ করা হবে

ডুয়াল স্টেরিও স্পিকার এবং ডলবি এটমোস এর সাপোর্ট পাওয়া যাবে Poco F3 GT

সমস্ত লীকের পরে, ভারতে Poco F3 GT ফোনের লঞ্চিং ডেট নিশ্চিত হয়ে গেছে। Poco F3 GT ফোন ভারতীয় বাজারে 23 জুলাই দুপুর 12 টায় লঞ্চ করা হবে। ডুয়াল স্টেরিও স্পিকার এবং ডলবি এটমোস এর সাপোর্ট পাওয়া যাবে Poco F3 GT ফোনে। অনুমান করা হচ্ছে যে Poco F3 GT হবে Redmi K40 গেমিং এডিশন এর রি-ব্র্যান্ডেড ভার্সন যা এই বছর এপ্রিলে চিনে লঞ্চ করা হয়ছিল। এছাড়া Poco F3 GT সংস্থার প্রথম স্মার্টফোন হবে যার সাথে 120Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে পাওয়া যাবে।

Poco জানিয়েছে যে নতুন ফোনে অ্যান্টি-ফিঙ্গারপ্রিন্ট ম্যাট ফিনিস দেওয়া হবে। এর ফ্রেমটি এরোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম এলয় এর হবে। পাশাপাশি এই ফোনটি তিনটি স্টাইলে আনা হবে। এছাড়া সংস্থা এটাও নিশ্চিত করেছে যে মিডিয়াটেক Dimensity 1200 প্রসেসরের সাথে Poco F3 GT লঞ্চ করা হবে।

Poco F3 GT গনমেটাল সিলভার এবং প্রিডেটর ব্ল্যাক কালারে পাওয়া যাবে। ফোনে থাকবে 120Hz এর রিফ্রেশ রেটের সাথে 10-বিট অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের সাথে HDR 10+ এবং DC ডিমিং এর সাপোর্টও পাওয়া যাবে। ফোনের দাম 30,000 টাকা থেকে শুরু হবে এবং টপ ভ্যারিয়্যান্ট এর দাম 35,000 টাকা হবে।

বলে দি যে Redmi K40 গেমিং এডিশন চিনে 1,999 চাইনিজ ইউয়ান অর্থাত্ প্রায় 23,000 টাকার প্রাথমিক দামে চালু করা হয়ছিল। এই দামে ফোনে 6GB RAM এবং 128GB স্টোরেজ মডেল লঞ্চ হয়ছিল। পাশাপাশি টপ ভ্যারিয়্যান্ট অর্থাৎ 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেল 2,699 চাইনিজ ইউয়ান অর্থাৎ 31,100 টাকায় লঞ্চ হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo