আইফোন 11 লঞ্চের পরে আগের আইফোন গুলির দাম কমেছে

আইফোন 11 লঞ্চের পরে আগের আইফোন গুলির দাম কমেছে
HIGHLIGHTS

iPhone XS, iPhone XR, iPhone 8 আর iPhone 7 য়ের দাম 20,000 টাকা পর্যন্ত কমেছে

64GB আইফোন XR য়ের নতুন দাম 49,990 টাকা

সম্প্রতি অ্যাপেল তাদের আইফোন 11 সিরিজে তিনটি ফোন লঞ্চ কফেছে। আর এবার ভারতের গ্রাহকদের জন্য আইফোনের দাম কমল এবার আইফোনের দাম 20,000 টাকা পর্যন্ত কমানো হয়েছে। আর এই বিষয়ে অ্যাপেল ইন্ডিয়ার ওয়েবসাটে দেখা গেছে।

iPhone XS 64GB ভেরিয়েন্টটির দাম এবার 89,990 টাকা হয়েছে আর এর দাম আগে ছিল 99,990 টাকা। আর সেখানে এর 256GB ভেরিয়েন্টেরর নতুন দাম 1,03,900 টাকা করা হয়েছে। আর এর সঙ্গে আইফোন x য়ের দাম 10,000 টাকা কমানো হয়েছে। আর এর সঙ্গে 64GB iPhone XR য়ের নতুন দাম হয়েছে 49,990 টাকা। আর এর 128GB মডেলটির দাম 54,990 টাকা করা হয়েছে।

আর সেখানে যদি আমরা iPhone 8 সিরিজ দেখি তবে iPhone 8 Plus 64GB র দাম 69,990 টাকা থেকে এবার 49,990 টাকা হয়েছে। আর iPhone 8 64GB র দাম 20,000 টাকা কমেছে আর এবার এর দাম হয়েছে 39,990 টাকা। আর iPhone 7 Plus ফোনটি 32GB র দাম এবার 49,990 টাকা থেকে কমে 37,990 টাকা করা হয়েছে।

128GB ভেরিয়েন্টের দাম 59,900 টাকার বদলে এখন 42,900 টাকা করা হয়েছে। আর সেখানে iPhone 7 32GB র দাম 10,000 টাকা কমানো হয়েছে। আর এর পরে এর দাম হয়েছে 29,990 টাকা। আর সেখানে এর 128GB ভেরিয়েন্টের দাম 34,900 টাকা হয়েছে।

iPhone X আর iPhone XS Ma ফোনে আপনারা দাম কম পাবেন। আর সাইটে এর একটি স্টোরেজের দাম কমার কথা বলা হয়েছে। আর এই ফোনের বাকি ভেরিয়েন্ট লিস্টে নেই তবে আশা করা হচ্ছে যে এই বিষয়েও আপডেট আসবে। আর নতুন দামের সঙ্গে অ্যাপেল ইন্ডিয়া ওয়েবসাইটের সব ডিভাইস দেখা যাবে। আর এখানে বাকি ই কমার্স সাইটে এই দাম এখনও লিস্ট করা হয়নি।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo